ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হয়েছে কয়েকদিন আগে। এরমধ্যে আবার জাতীয় দলের ব্যস্ততায় মাঠে নামতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ৯ জুন থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। আর এই সিরিজ জিতলেই একটি বিশ্বরেকর্ডে নাম লেখাবে ভারত।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা জয়ের বিশ্বরেকর্ড করবে তারা। বিশ্বরেকর্ড অবশ্য এখন ভারতের দখলেই আছে। কিন্তু তা আফগানিস্তান এবং রোমানিয়ার সঙ্গে। এককভাবে এই রেকর্ড নিজেদের করে নিতে ভারতের দরকার আরো একটি জয়। ৯ জুন দিল্লীতে জিতলেই বিশ্বরেকর্ড করবে ভারত।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ তিন ম্যাচে আফগানিস্তান, স্কটল্যান্ড, নামিবিয়ার সঙ্গে জয়ের পর নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে ৩ – ০ ব্যবধানে সিরিজ হারিয়েছিল ভারত। এ নিয়ে সর্বশেষ ১২ ম্যাচে অপরাজিত তারা। ২০২১ সালের ৩ নভেম্বর থেকে পর্যন্ত কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হারেনি ভারত।
এর মধ্যে প্রথম তিনটি ম্যাচে জয় এসেছে অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে। পরের নয়টি জয়ে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচটি জিতলে, সেই রেকর্ড গড়া ম্যাচের অধিনায়ক হবেন লোকেশ রাহুল। ফলে টানা ১৩ ম্যাচ জয়ের এই বিশ্বরেকর্ডে অবদান থাকবে তিন অধিনায়কের।
এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা ১২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল আফগানিস্তান। ক্রিকেটের উঠতি এই দল বাদেও একই কীর্তি রয়েছে রোমানিয়ার। ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের জুলাই মাসের মধ্যে ১২ জয় নিয়ে আফগানদের আগেই এই কীর্তি গড়েছিল রোমানিয়া।