ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ব্যাট, প্যাড, গ্লাভস খুলে রেখেছেন সেই কবে। তবে শচীন ভক্তদের জন্য সুখবর৷ আবারো ভারতের জার্সিতে মাঠে নামবেন শচীন টেন্ডুলকার। আবারো মাঠের ২২ গজে ফিরছেন মাস্টার ব্লাস্টার৷
১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে‘ ইন্ডিয়া লেজেন্ডসের হয়ে মাঠে নামবেন কিংবদন্তি এই ব্যাটসম্যান। এমনকি দলকে নেতৃত্বও দেবেন শচীন। এমনটাই জানিয়েছে টুর্নামেন্টের উদ্যোক্তারা।এই টুর্নামেন্টটির প্রথম আসরেও অধিনায়ক হিসেবে ভারতের পক্ষে খেলেছেন শচীন। সেবার চ্যাম্পিয়নও হয়েছে ভারত।
এবারো নেতৃত্বে শচীন, তবে এখনো জানা যায়নি দলের বাকি সদস্যদের নাম। ২২ দিনের এই টুর্নামেন্টে খেলা হবে মোট চারটি মাঠে। কানপুর, ইন্দোর, দেরাদুন এবং রায়পুরে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।
এদিকে গেল আসরে শচীন বাদেও ভারতীয় দলে খেলেছেন বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, নোমান ওঝা, প্রজ্ঞান ওঝা, মুনাফ প্যাটেলরা। দল ছিল মোট ৭টি। এবার ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং ইংল্যান্ডের সঙ্গে নতুন যোগ হবে নিউজিল্যান্ড।
মূলত বিশ্বজুড়ে সড়ক নিরাপত্তায় সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সাবেক ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্ট চালু করে ভারতের সড়ক পরিবহণ, তথ্য ও প্রযুক্ত এবং ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রণালয়।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর শচীনকে বিভিন্ন সচেতনতা মূলক কর্মকাণ্ডে অংশগ্রহন করতে দেখা যায়। কিংবদন্তির এই কাজগুলো ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নিরাপদ সড়কের জন্য শচীনের এই মাঠে নামাকেও স্বাগত জানিয়েছেন অনেকে৷