BJ Sports – Cricket Prediction, Live Score

ভক্তের চিঠির উত্তর দিলেন এমএস ধোনি

Dhoni is an Indian professional cricketer, who plays as a wicket-keeper-batsman.

Dhoni is an Indian professional cricketer, who plays as a wicket-keeper-batsman.

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরু হওয়ার আগেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়েন মহেন্দ্র সিং ধোনি। ফলে ধোনির স্থলাভিষিক্ত হন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাতে কষ্ট পেয়েছেন অনেকেই। বিস্মিত হয়েছেন দলের একাধিক ক্রিকেটারও। ভক্তদের একটি অংশ ধোনির জায়গায় জাদেজাকে মানতে নারাজ।

ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন ধোনি। তবে তার মধ্যে তারকাসুলভ স্বভাবটা খুব একটা দেখা মেলে না। ভক্তদের ডাকে অনায়াসে সাড়া দেন ধোনি। সবার সঙ্গে সহজেই মিশে যান তিনি। ভক্তদের প্রতি চেন্নাই অধিনায়কের উদার মানসিকতার দেখা মিললো আরো একবার। এক ভক্তের চিঠির জবাব দিয়ে প্রশংসিত হয়েছেন ধোনি।

এবারের আইপিএল চলাকালীন এক ভক্ত ফ্রেম বাঁধানো একটি চিঠি দিয়ে যান চেন্নাই অধিনায়ককে। সেই চিঠিটি পড়েই শুধু  রেখে দেননি ধোনি। তার ওপর লিখেছেন, ‘দারুণ লেখা, শুভেচ্ছা থাকল।’ লেখার নিচে স্বাক্ষরও করে দেন ধোনি। ভক্তের প্রতি সাবেক ভারতীয় অধিনায়কের এই উদারতা প্রকাশ্যে এনেছে চেন্নাই কর্তৃপক্ষ। 

মূলত এবারের আইপিএল শুরুর আগে ধোনির নেতৃত্ব ছাড়ার বিষয়টি মানতে পারেননি ওই ভক্ত। ধোনিকে অধিনায়ক হিসেবে চেয়েই চিঠি লিখেছেন তিনি। এদিকে টানা ব্যর্থতার পর জাদেজাকে সরিয়ে পুনরায় চেন্নাইয়ের অধিনায়ক করা হয় ধোনিকে। এরপরেই ওই ভক্তের আবেগপ্রবণ চিঠিটি প্রকাশ্যে আনে সিএসকে।

এদিকে এবারের আইপিএলে স্বরণকালের সবচেয়ে বাজে সময় কেটেছে চেন্নাইয়ের। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ চার বার শিরোপাজয়ী দলটি এবার বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই। তবে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারলেও ধোনির জনপ্রিয়তা যে কমেনি, তারই প্রমাণ ওই ভক্তের চিঠি। 

অনেকেই মনে করেন ক্রিকেট ক্যারিয়ারে এবারেই শেষ আইপিএল খেলে ফেলেছেন ধোনি। তবে গাভাস্কারের মত ক্রিকেট কিংবদন্তি মনে করেন আগামী আসরেও দেখা যাবে ধোনিকে। ধোনি যদি আগামীতে না খেলেন তাহলে চেন্নাইয়ের অধিনায়ক কে হবে? এটা নিয়েও চলছে আলোচনা।

Exit mobile version