ব্রিসবেন হিট বনাম মেলবোর্ন রেনেগেডস (ম্যাচ ৩) – হাইলাইটস
গতকাল (বৃহস্পতিবার) হওয়া বিবিএল ২০২২/২৩ এর ৩য় ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রিসবেন হিট ও মেলবোর্ন রেনেগেডস । ঐ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মোটামোটি এক লক্ষ্য দাড় করায় মেলবোর্ন রেনেগেডস। কিন্তু ২য় ইনিংসে ব্যাটিং এ নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হয়ে যাওয়ায় লক্ষ্যে পৌছাতে পারেন নেই ব্রিসবেন হিট। সেই সাথে ১ম ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ২য় স্থানে আছে মেলবোর্ন রেনেগেডস এবং ম্যাচ হেরে ৭ম স্থানে আছে ব্রিসবেন হিট। এছাড়া দুর্দান্ত ব্যাটিং এর সুবাদে মেলবোর্ন রেনেগেডস-এর হয়ে ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব জিতে নেন নিক ম্যাডিনসন।
টসে জিতে প্রথমে বোলিং বেছে নেন ব্রিসবেন হিট ও মেলবোর্ন রেনেগেডসকে পাঠান ব্যাটিং করতে। প্রথমে ব্যাটিং করতে নেমে বেশ ভালই শুরু করেছিলেন নিক ম্যাডিনসন ও স্যাম হার্পার। ৬ ওভারে দলীয় রানকে নিয়ে যান ৬৫ রানে। কিন্তু তারপর-ই ঘটে বিপদ ৭ম ওভারের ১ম বলেই ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন স্যাম হার্পার। আউট হওয়ার আগে ২ চারের সাহায্যে করেছিলেন ১৫ বলে ২১ রান। এরপর মাঠের এক প্রান্তে নিক ম্যাডিনসন থাকলেও অপর প্রান্ত থেকে পড়তে থাকে নিয়মিত উইকেট। ৮ম ওভারে মাঠ ছাড়েন ৬ বলে ৩ রান করা জ্যাক ফ্রেজার। ১০ম ওভারে পড়ে আরও দুই উইকেট অ্যারন ফিঞ্চ (৭ বলে ৪) ও জনাথন ওয়েলস (৩ বলে ১ রান)। এরপর মাঠে আসেন আন্দ্রে রাসেল, তিনি আর নিক ম্যাডিনসন মিলে দলীয় ৭৮ রানকে নিয়ে যায় ১৫৬ রানে। এর-ই মধ্যে মেলবোর্ন রেনেগেডস-এর হয়ে সর্বোচ্চ রান নিক ম্যাডিনসন ফেরেন সাজঘরে। মাঠ ছাড়ার আগে ১০ চার ও ৩ ছয়ের সাহায্যে করেছিলেন ৪৯ বলে ৮৭ রান। এরপর আকিল হোসেইন নেমে ৭ বলে করেন মাত্র ১ রান। অন্যদিকে ২০ তম ওভারের ১ম বলে ক্যাচ আউট হয়ে মাঠ থেকে বিদায় নেন আন্দ্রে রাসেল। তিনি করেছিলেন ২৮ বলে ৩৫ রান। এছাড়া ১ রানে অপরাজিত ছিলেন উইল সাদারল্যান্ড ও ৫ রানে অপরাজিত ছিলেন টম রজার্স। শেষে ৮ রান এক্সট্রা সহ ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান করেন মেলবোর্ন রেনেগেডসরা।
ব্রিসবেন হিট এর পক্ষে ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩টি উইকেট নেন ম্যাথিউ কুহনিম্যান। ৪ ওভারে ১৯ রান খরচায় ২টি উইকেট নেন জেমস বাজলে। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন মিচেল সুইপসন ও মার্ক স্টেকিটি।
১৬৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রানে থামে ব্রিসবেন হিটের ইনিংস। তাদের হয়ে সব থেকে বেশি রান করেন তাদের অধিনায়ক জিমি পিয়ারসন। ২ চার ও ২ ছয়ের সাহায্যে করেন ৩০ বলে ৪৩ রান। কলিন মুনরো করেন ৩০ বলে ৩৫ রান। সাথে মেরেছিলেন ৩টি চার ও ১টি ছয়। ১৮ বল খেলে ২৮ রানে অপরাজিত ছিলেন রস হোয়াইটলি, সাথে মেরেছিলেন ১টি ছয়। ২০ বলে ১৯ রান করেছিলেন জেমস বাজলে। এছাড়া গোল্ডেন ডাক মারেন ম্যাক্স ব্রায়ান্ট, জশ ব্রাউন করেন ১০ বলে ৭ রান, এবং স্যাম বিলিংস করেন ১০ বলে ৬ রান। শেষে ৬ এক্সট্রা রান সহ লক্ষ্যে পৌছাতে পারেন নেই তারা।
মেলবোর্ন রেনেগেডসের হয়ে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেন আকিল হোসেইন। এছাড়া ১টি করে উইকেট নেন টম রজার্স ও আন্দ্রে রাসেল।
ব্রিসবেন হিট বনাম মেলবোর্ন রেনেগেডস এর স্কোরবোর্ড
ব্রিসবেন হিট– ১৪৪/৬ (২০.০)
মেলবোর্ন রেনেগেডস – ১৬৬/৭ (২০.০)
ফলাফল – মেলবোর্ন রেনেগেডস ২২ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – নিক ম্যাডিনসন
ব্রিসবেন হিট বনাম মেলবোর্ন রেনেগেডস ম্যাচের একাদশ
ব্রিসবেন হিট | জিমি পিয়ারসন (অধিনায়ক এবং উইকেটরক্ষক), জশ ব্রাউন, ম্যাক্স ব্রায়ান্ট, স্যাম বিলিংস, কলিন মুনরো, জেমস বাজলে, রস হোয়াইটলি, জেভিয়ার বার্টলেট, মার্ক স্টেকিটি, ম্যাথিউ কুহনিম্যান, মিচেল সুইপসন |
মেলবোর্ন রেনেগেডস | নিক ম্যাডিনসন (অধিনায়ক), স্যাম হার্পার (উইকেটরক্ষক), জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, অ্যারন ফিঞ্চ, আন্দ্রে রাসেল, জোনাথন ওয়েলস, উইল সাদারল্যান্ড, আকিল হোসেইন, কেন রিচার্ডসন, টম রজার্স, মুজিব উর রহমান |