Skip to main content

ব্রিসবেন অলিম্পিকে ক্রিকেট খেলতে চায় অস্ট্রেলিয়া

 

দীর্ঘদিন ধরেই অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে চেষ্টা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ ব্যাপারে অলিম্পিক কমিটির সঙ্গে গত কয়েক বছর ধরে আলোচনা করছে আইসিসি। আইসিসির আশা, ২০২৮ সালের অলিম্পিক গেমসে থাকবে ক্রিকেট। তবে সেটা আপাতত নিশ্চিত না হলেও, অন্যভাবে অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার উদ্যো নিল অস্ট্রেলিয়া।

সদ্যশেষ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ছিল নারীদের ক্রিকেট, তাও আবার টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে স্বর্ণপদক ওঠে অজিদের গলায়। সেই সাফল্যের পর এবার ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিকে ক্রিকেট খেলতে মরিয়া অস্ট্রেলিয়া। আয়োজক দেশ কয়েকটি খেলা অন্তর্ভুক্তির জন্য এবং ক্রিকেটের জন্য অলিম্পিক কমিটির কাছে প্রস্তাব দেবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ায় সবচেয়ে জনপ্রিয় খেলার মধ্যে একটি ক্রিকেট। খেলার জগতকে ক্রিকেটের পরিচিতি আরো বাড়িয়ে নিতে, ব্রিসবেন অলিম্পিকে চার-ছক্কার ফুলঝুরি ছড়াতে চায় অজিরা। এছাড়া প্যারা অলিম্পিকে ক্রিকেটকে যুক্ত করতে চায় তারা। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলে।

হকলে বলেন, ‘আমরা একটি পরিকল্পনা করেছি। সেভাবে এগোতে চাই। লক্ষ্যে পৌঁছাতে আমাদের দায়িত্বগুলো যথাযতভাবে পালন করতে হবে। মানুষের আগ্রহ বাড়ানোর চেষ্টা করছি। ক্রিকেটকে আমরা এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই, যাতে সবাই অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে গর্ব করতে পারে।’

তবে অভিনব এক পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। পুরুষ এবং মহিলা ইভেন্টে, আগামী পাঁচ বছরে অন্তত তিনটি আইসিসি মেজর শিরোপা ঘরে তোলাই অজিদের লক্ষ্য। নিজেদের সেই সাফল্য এবং জনপ্রিয়তাকে পুঁজি করেই ঘরের মাঠে অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাবে অস্ট্রেলিয়া।

এদিকে ২০২৮ সালের অলিম্পিকে অন্তর্ভুক্তির অপেক্ষায় থাকা নয়টি খেলার মধ্যে রয়েছে ক্রিকেটের নামও। এ নিয়ে অলিম্পিক কমিটির সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে আইসিসি। চলতি মাসের শেষের দিকেও রয়েছে আরো একটি বৈঠক। তারপরেই জানা যাবে, ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে ব্যাট-বলের লড়াই দেখা যাবে কি না!

আরো আজকের ট্রেন্ডিং

বিবিএল ২০২৪-২৫ ম্যাচের পূর্বাভাস: বিবিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক

বিবিএল ম্যাচের পূর্বাভাস জন্য, খেলার ফলাফলকে প্রভাবিত করে এমন বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। আমরা যখন বিগ ব্যাশ লীগ (বিবিএল) ২০২৪-২৫ মৌসুমের দিকে তাকিয়ে আছি, তখন উত্তেজনা তৈরি হচ্ছে। এই...

SA20 2025 টিকিট: মূল্য এবং বুকিং সম্পর্কে আপনার যা জানা দরকার

SA20 2025 টিকিট মূল্য এবং বুকিং সম্পর্কে আপনার যা জানা দরকার, বেটওয়ে SA20 লিগ আবারও ফিরে এসেছে তার তৃতীয় মৌসুম নিয়ে, যা এক উত্তেজনাপূর্ণ গ্রীষ্মের প্রতিশ্রুতি দিচ্ছে। ৯ জানুয়ারি, ২০২৫...

বিপিএল এর সর্বোচ্চ রান ২০২৩: বিস্তৃত পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে, যেখানে বিশ্বের সেরা প্রতিভাগুলো একত্রিত হয়ে থাকে। ২০২৩ সালের বিপিএল মৌসুমও এর ব্যতিক্রম ছিল না। উত্তেজনাপূর্ণ পারফরম্যান্স, শ্বাসরুদ্ধকর ম্যাচ...

বিবিএল ২০২৪-২৫ এর অন্তরালে: দলের প্রস্তুতি এবং প্রশিক্ষণ পরিকল্পনার একচেটিয়া অন্তর্দৃষ্টি

বিবিএল ২০২৪-২৫ (বিগ ব্যাশ লিগ) মৌসুম ঘনিয়ে আসার সাথে সাথে ভক্তদের উত্তেজনা বৃদ্ধি পায়। যেহেতু খেলার মাঠের অ্যাকশন সংবাদ তৈরি করে, তাই প্রতিটি দলের সাফল্য পর্দার আড়ালে পরিকল্পনার উপর নির্ভর...