উইকেটরক্ষকও নন, ব্যাটারও নন, নতুন দায়িত্ব দেওয়া হলো উত্তরাখন্ডের ক্রিকেটার ঋষভ পন্থকে। উত্তরাখন্ড রাজ্যের প্রচার-মুখ করা হলো তাকে। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ঢামি স্বয়ং ঘোষনা করেছেন এ কথা।
জন্ম উত্তরাখন্ডে হলেও উত্তরাখন্ডের পাশের রাজ্য দিল্লির হয়ে ক্রিকেট খেলেন পন্থ। মাত্র ২৪ বছর বয়সেই হলেন উত্তরাখন্ডের ব্রান্ড অ্যাম্বাসেডর। তার অর্জনের ঝুলিতে আরেকটি পালক যোগ হলো।
এরপর পন্থ টুইটে লেখেন,” আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ পুষ্করজি। এই বিশাল দায়িত্ব পেয়ে ভালো লাগছে। তরুণদের বলতে চাই নিজের উপর বিশ্বাস থাকলে সবকিছু অর্জন করা সম্ভব। তারজন্য পরিশ্রম করতে হবে।”
এই বছর ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বও পেয়েছিলেন পন্থ। দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে নেতৃত্ব দেন এই ক্রিকেটার। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলেরও অধিনায়ক পন্থ। ভারতীয় দলে সব ধরনের ক্রিকেটে উইকেটরক্ষক হিসাবে এখন তিনিই প্রথম পছন্দ। সেই পন্থের কাঁধেই এবার রাজ্যের দায়িত্ব।