আসন্ন এশিয়া কাপের জন্য অংশগ্রহণকারী প্রায় সব দলই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ইতোমধ্যেই। কিন্তু এখনো স্কোয়াড দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একদিকে দলের একাদিক ক্রিকেটারের চোট সমস্যা, তারমধ্যে দলের গুরুত্বপূর্ণ সদস্য সাকিব আল হাসানকে নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা।
বেটিং সম্পর্কিত প্রতিষ্ঠান ‘বেটউইনারের’ সঙ্গে চুক্তি করার কারণে সাকিবকে স্কোয়াডে রাখা না রাখা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে বিসিবি। নিষিদ্ধ প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের চুক্তির খবর প্রকাশ্যে আসার পর থেকেই শক্ত অবস্থান জানিয়ে যাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতি জানান , ‘আমি আগেই বলেছি- এটা মেনে নেব না। ব্যক্তিগতভাবে এ ব্যাপারে আমার জিরো টলারেন্স অবস্থান। এখন অন্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’
বৃহস্পতিবারের বৈঠক শেষে পাপন আরো বলেন, ‘বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে, আসন্ন এশিয়া কাপসহ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সাকিবের কোনো সম্পর্ক থাকবে না।’
বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘দেখুন, আমরা তাকে (সাকিব) একটি চিঠি দিয়েছি। উত্তর দেওয়ার সময় বেঁধে দেওয়া হয় বুধবার পর্যন্ত। শুনেছি সে দ্রুত জানাবে। আগে জানাক, তারপর আমরা সিদ্ধান্ত নেব। তবে এটুকু বলে রাখি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে, বিসিবি এবং বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।’
উল্লেখ্য, বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান ক্রীড়া বিষয়ক সংবাদ প্রকাশের ওয়েবসাইট বেটউইনার নিউজের শুভেচ্ছা দূত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব। বিষয়টি জানার পর সাকিবকে চুক্তি বাতিল করতে বলে বিসিবি। কিন্তু এখন পর্যন্ত সাকিব তার নিজের অবস্থান বদলানোর মত কিছুই জানাননি।