BJ Sports – Cricket Prediction, Live Score

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তান ওপেনার আবিদ আলী; এসিএস (ACS) দ্বারা রোগ সনাক্ত হয়েছে

মঙ্গলবার পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ-এ-আজম ট্রফির শেষ রাউন্ডের ম্যাচে তীব্র বুকের ব্যথা অনুভব করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের ডানহাতি ওপেনার আবিদ আলিকে। করাচির ইউবিএল ক্রিকেট গ্রাউন্ডে খাইবার পাখতুনের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিলেন সেন্ট্রাল পাঞ্জাবের ৩৪ বছর বয়সী এ তারকা ব্যাটার। পরে ব্যক্তিগত ৬১ রানের সময় বুক ব্যথা অনুভব করলে ফিরে যেতে হয় তাকে।

পরে সেন্ট্রাল পাঞ্জাবের টিম ম্যানেজার আশরাফ আলি জানিয়েছেন, তাদের ওপেনার আবিদ আলিকে পর্যবেক্ষণ ও পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। চেক-আপের পরেই কিছু বলা যাবে বলে জানিয়েছেন তিনি।

পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল আছে আবিদের। তার সার্বিক তত্ত্বাবধানে আছেন একজন বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট। পিসিবির মেডিকেল টিমের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।

পিসিবি আরও জানিয়েছে, আবিদের যে কারণে বুকে ব্যথা হয়েছে, সে রোগটির নাম একিউট করোনারি সিনড্রোম বা এসিএস। এসিএস এমন একটি অবস্থা যা কিনা হৃদযন্ত্রে হঠাৎ রক্তের প্রবাহ কমে যাওয়ার জন্য হয়। মূলত সে কারণেই রোগীরা বুকে ব্যথা অনুভব করেন।

২০১৯ সালে অভিষেকের পর থেকে পাকিস্তানের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক আবিদ আলী। তবে ব্যাট হাতে চলতি বছরটা দারুণ কাটিয়েছেন পাকিস্তানের ডানহাতি এই ওপেনার। ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি সহ নয়টি টেস্ট ম্যাচে ৪৮.৮৭ গড়ে ৬৯৫ রান করেন তিনি। সবশেষ বাংলাদেশ সফরের প্রথম টেস্টের দুই ইনিংসে করেন ১৩৩ ও ৯১ রান। দুই টেস্টের এই সিরিজে ৮৭.৬৬ গড়ে ২৬৩ রান সংগ্রহ করে প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কারও জিতেছেন। 

পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ-এ-আজম ট্রফিতেও আবিদ ধারাবাহিকতা ধরে রেখেছেন। এরই মধ্যে হাঁকিয়েছেন জোড়া ফিফটি। বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়ার আগে খেলা ৬১ রানের ইনিংসের মাধ্যমে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন।

ক্রিকেট বিশ্বের আরও খবরের জন্য, Baji –র সাথেই থাকুন!

Exit mobile version