Skip to main content

বিয়ে করলেন হারিস রউফ

বিয়ে করলেন হারিস রউফ

পাকিস্তান ক্রিকেটে বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। একে তো দলের ভরাডুবি, এরমধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কারনে আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) ব্যাপক রদবদল। সভাপতি থেকে নির্বাচক, সবখানেই নতুনত্ব এনেছে তারা। এসব আলোচনাসমালোচনার মাঝেই শুভ কাজটি সেরে ফেললেন হারিস রউফ। ২৪ ডিসেম্বর মুনজা মাসুদ মালিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানি পেসার।

দেশটির রাজধানী ইসলামাবাদে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে রউফের বিয়ে। তার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সতীর্থ, বোর্ড কর্তা এবং অন্যান্য ব্যক্তিবর্গ। নতুন জীবনের পথচলায় সতীর্থদের শুভেচ্ছা বাণী এবং শুভকামনাও পেয়েছেন তিনি। জানা গেছে, রউফের স্ত্রী তার একসময়কার সহপাঠী। পেশায় তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং মডেল।

এদিকে ব্যক্তিগত জীবনে আনন্দের জোয়ারে ভাসলেও পেশাদার ক্রিকেট জগতে রউফের সময়টা ভালো যাচ্ছে না। পেসারদের আজীবন শত্রু চোট, ভোগাচ্ছে পাকিস্তানি পেসারকেও। যে কারণে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া, ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও খেলা হচ্ছে না তার। শারীরিকভাবে ফিট না থাকায়, ২৯ বছর বয়সী রউফকে এই সিরিজের স্কোয়াডের জন্য বিবেচনা করেনি পিসিবি।

আপাতত নতুন বউ আর নতুন জীবন উপভোগ করার সময় হলেও, মাঠে ফেরাটাও বেশ জরুরী মনে করছেন স্বয়ং রউফ। তবে কবে নাগাত তিনি সুস্থ হয়ে ওঠবেন, সেই বিষয়ে কিছু নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পিসিবির পক্ষ থেকেও এই পেসারের চোট নিয়ে কোনো ধরনের তথ্য জানানো হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই চোট সারিয়ে মাঠে ফিরবেন রউফ।

উল্লেখ্য, ২০২০ সালে আন্তর্জাতিক আঙিনায় পা রাখেন রউফ। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছে বাংলাদেশের বিপক্ষে টিটোয়েন্টি দিয়ে। এরপর খেলেছেন ৫৭টি টিটোয়েন্টি, ১৫টি ওয়ানডে এবং ১টি টেস্ট। যেখানে তিন ফরম্যাট মিলিয়ে মোট ১০২টি উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। বর্তমানে পাকিস্তান দলের পেস আক্রমণের অন্যতম কান্ডারিও ভাবা হচ্ছে তাকে।

আরো আজকের ট্রেন্ডিং

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: র‌্যাঙ্কিং সেরা বোলিং লাইন আপ

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ক্রমাগতভাবে ক্রিকেটের সেরা বোলিং প্রতিভা দেখায়। বোলাররা প্রায়শই টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল নিয়ন্ত্রণ করে, তাদের নির্ভুলতা এবং কৌশল দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেয়। ২০২৪-২৫ মৌসুমও এর ব্যতিক্রম...

বিপিএল টিকিটের মূল্য এবং অনলাইন বুকিং প্রক্রিয়া ২০২৫: একটি সম্পূর্ণ নির্দেশিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২০২৫) আবারও ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করতে প্রস্তুত হয়ে উঠেছে। এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি বাংলাদেশে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ম্যাচগুলো আয়োজন করা হবে...

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...