ক্রিকেট আর বলিউডের রসায়ন অনেক দিনের পুরানো। ভারতীয় ক্রিকেটারদের সাথে বলিউড নায়িকাদের প্রেমের খবর মাঝেমধ্যেই চাউর হয়। সৌরভ গাঙ্গুলী– নাগমা, যুবরাজ সিং– দিপীকা পাড়ুকোনদের প্রেম একটা সময় দর্শকদের কাছে নিয়মিত চর্চার বিষয় ছিল।ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি তো আনুশকা শর্মার সাথে গাটছড়া বেধে একই ছাদের নিচে থাকেন।
ভারতের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল আর বলিউড অভিনেত্রী আথিয়ার প্রেম নিয়ে এখন মিডিয়া পাড়ায় জোর গুঞ্জন চলছে। প্রায় তিন বছর সম্পর্কে আছেন রাহুল–আথিয়া। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, একসঙ্গে থাকার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন এই জুটি। তবে কি খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে দেখা যাবে এই জুটিকে? এ নিয়ে ভক্তমহলে জল্পনার শেষ নেই।
বর্তমানে এশিয়া কাপ খেলতে দুবাই আছেন রাহুল। ২৮ তারিখ ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। তার আগেই এই তারকা জুটিকে ঘিরে বিয়ের গুঞ্জন উঠল।
মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় বাড়ি কিনেছেন লোকেশ রাহুল। সেখানেই গৃহ প্রবেশের পুজোও করেন আথিয়ার বাবা বলিউড সুপারস্টার সুনিল শেঠি।
জানা যায়, এক সপ্তাহ আগে থেকেই ওই বাড়িতে থাকতে শুরু করে দিয়েছেন বলিউড অভিনেত্রী আথিয়া। এরপর থেকে জল্পনার বেগ আরও বাড়তে শুরু করেছে। অনেকেই বলছেন রাহুলের সাথে সংসার গুছিয়ে নেওয়ার কাজও শুরু করে দিয়েছেন নায়িকা। যদিও এটা নিয়ে এখনো কোন প্রতিক্রিয়া জানাননি আথিয়া।
মুম্বাই সংবাদ সংস্থার খবর অনুযায়ী, দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে কথাও হয়েছে বলে জানা যায়। বিশাল অনুষ্ঠানের পরিকল্পনাও রয়েছে তাদের। তবে আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেঠি ভিন্ন মত পোষন করে বলেন,
” না, বিয়ের ব্যাপারে এখনও কিছু ঠিক হয়নি।“
অতীতে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে রাহুল আথিয়াকে। ইনজুরিতে পড়ার পর চিকিৎসার জন্য জার্মান গিয়েছিলেন রাহুল। সঙ্গে ছিলেন প্রেমিকা আথিয়াও।
তখন থেকেই ভক্তমহলে তাদের বিয়ে নিয়ে চলছে গুঞ্জন।
তবে অনেকের ধারনা এশিয়া কাপ শেষ করে রাহুল ভারতে ফিরলেই দুজনের বিয়ের কাজটা সম্পন্ন করে ফেলবেন। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি রাহুল–আথিয়া।