Skip to main content

বিয়ের পিঁড়িতে লোকেশ রাহুল – আথিয়া? কি বললেন সুনীল শেঠি? 

Lokesh Rahul

লোকেশ রাহুল

ক্রিকেট আর বলিউডের রসায়ন অনেক দিনের পুরানো। ভারতীয় ক্রিকেটারদের সাথে বলিউড নায়িকাদের প্রেমের খবর মাঝেমধ্যেই চাউর হয়। সৌরভ গাঙ্গুলীনাগমা, যুবরাজ সিংদিপীকা পাড়ুকোনদের প্রেম একটা সময় দর্শকদের কাছে নিয়মিত চর্চার বিষয় ছিল।ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি তো আনুশকা শর্মার সাথে গাটছড়া বেধে একই ছাদের নিচে থাকেন। 

ভারতের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল আর বলিউড অভিনেত্রী আথিয়ার প্রেম নিয়ে এখন মিডিয়া পাড়ায় জোর গুঞ্জন চলছে। প্রায় তিন বছর সম্পর্কে আছেন রাহুলআথিয়া। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, একসঙ্গে থাকার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন এই জুটি। তবে কি খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে দেখা যাবে এই জুটিকে? নিয়ে ভক্তমহলে জল্পনার শেষ নেই।

বর্তমানে এশিয়া কাপ খেলতে দুবাই আছেন রাহুল। ২৮ তারিখ ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। তার আগেই এই তারকা জুটিকে ঘিরে বিয়ের গুঞ্জন উঠল। 

মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় বাড়ি কিনেছেন লোকেশ রাহুল। সেখানেই গৃহ প্রবেশের পুজোও করেন আথিয়ার বাবা বলিউড সুপারস্টার সুনিল শেঠি।

জানা যায়, এক সপ্তাহ আগে থেকেই ওই বাড়িতে থাকতে শুরু করে দিয়েছেন বলিউড অভিনেত্রী আথিয়া। এরপর থেকে জল্পনার বেগ আরও বাড়তে শুরু করেছে। অনেকেই বলছেন রাহুলের সাথে সংসার গুছিয়ে নেওয়ার কাজও শুরু করে দিয়েছেন নায়িকা। যদিও এটা নিয়ে এখনো কোন প্রতিক্রিয়া জানাননি আথিয়া। 

মুম্বাই সংবাদ সংস্থার খবর অনুযায়ী, দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে কথাও হয়েছে বলে জানা যায়। বিশাল অনুষ্ঠানের পরিকল্পনাও রয়েছে তাদের। তবে আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেঠি ভিন্ন মত পোষন করে বলেন,

না, বিয়ের ব্যাপারে এখনও কিছু ঠিক হয়নি।

অতীতে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে রাহুল আথিয়াকে। ইনজুরিতে পড়ার পর চিকিৎসার জন্য জার্মান গিয়েছিলেন রাহুল। সঙ্গে ছিলেন প্রেমিকা আথিয়াও। 

তখন থেকেই ভক্তমহলে তাদের বিয়ে নিয়ে চলছে গুঞ্জন।

তবে অনেকের ধারনা এশিয়া কাপ শেষ করে রাহুল ভারতে ফিরলেই দুজনের বিয়ের কাজটা সম্পন্ন করে ফেলবেন। তবে বিষয়ে এখনও মুখ খোলেননি রাহুলআথিয়া।

আরো আজকের ট্রেন্ডিং

বিবিএল ২০২৪-২৫ ম্যাচের পূর্বাভাস: বিবিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক

বিবিএল ম্যাচের পূর্বাভাস জন্য, খেলার ফলাফলকে প্রভাবিত করে এমন বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। আমরা যখন বিগ ব্যাশ লীগ (বিবিএল) ২০২৪-২৫ মৌসুমের দিকে তাকিয়ে আছি, তখন উত্তেজনা তৈরি হচ্ছে। এই...

SA20 2025 টিকিট: মূল্য এবং বুকিং সম্পর্কে আপনার যা জানা দরকার

SA20 2025 টিকিট মূল্য এবং বুকিং সম্পর্কে আপনার যা জানা দরকার, বেটওয়ে SA20 লিগ আবারও ফিরে এসেছে তার তৃতীয় মৌসুম নিয়ে, যা এক উত্তেজনাপূর্ণ গ্রীষ্মের প্রতিশ্রুতি দিচ্ছে। ৯ জানুয়ারি, ২০২৫...

বিপিএল এর সর্বোচ্চ রান ২০২৩: বিস্তৃত পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে, যেখানে বিশ্বের সেরা প্রতিভাগুলো একত্রিত হয়ে থাকে। ২০২৩ সালের বিপিএল মৌসুমও এর ব্যতিক্রম ছিল না। উত্তেজনাপূর্ণ পারফরম্যান্স, শ্বাসরুদ্ধকর ম্যাচ...

বিবিএল ২০২৪-২৫ এর অন্তরালে: দলের প্রস্তুতি এবং প্রশিক্ষণ পরিকল্পনার একচেটিয়া অন্তর্দৃষ্টি

বিবিএল ২০২৪-২৫ (বিগ ব্যাশ লিগ) মৌসুম ঘনিয়ে আসার সাথে সাথে ভক্তদের উত্তেজনা বৃদ্ধি পায়। যেহেতু খেলার মাঠের অ্যাকশন সংবাদ তৈরি করে, তাই প্রতিটি দলের সাফল্য পর্দার আড়ালে পরিকল্পনার উপর নির্ভর...