Skip to main content

বিসিবির ‘ হেড অব প্রোগ্রাম ‘ পদে নিয়োগ পেলেন মুর

বিসিবির ' হেড অব প্রোগ্রাম ' পদে নিয়োগ পেলেন মুর

বেশকিছু দিন ধরেইহেড অব প্রোগ্রামপদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া কথা ভেবে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশেষে সেই ভাবনার বাস্তব রূপ পেল। বহুল কাঙ্ক্ষিত এই পদে ডেভিড মুরকে নিয়োগ দিয়েছে বিসিবি। এই অস্ট্রেলিয়ানের আগমনে আরো আলোর মুখ দেখবে বাংলাদেশের পাইপলাইন, এমনটাই ভাবছেন ক্রিকেট  বিশ্লেষকরা। তার উপর অন্তত সেই আস্থাটা রেখেছে বিসিবি।

এইহেড অব প্রোগ্রামবলতে মূলত জাতীয় দল ছাড়াও অন্যান্য দলগুলোকে একই সূত্রে গেঁথে রাখার ব্যাপারটি বুঝাচ্ছে।দল, এইচপি কিংবা বাংলাদেশ টাইগার্সের মতো দলগুলো থেকে ক্রিকেটার তৈরি করা হয় জাতীয় দলের জন্য। আর সেই দলগুলোর মধ্যে সেতুবন্ধন তৈরি করার কাজটাই করবেন মুর। টাইগার ক্রিকেটের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে তার। কাজ শুরু করবেন, প্রধান কোচ আসার পরেই।

অবশ্য বাংলাদেশ দলের পাইপলাইন দুর্বলতার বিষয়টি আজ নতুন নয়। নানান সময়ে, নানানভাবে বিসিবি চেষ্টা করেও এই সমস্যা দূর করতে পারেনি। কখনো কখনো বেশ চাকচিক্য দিয়ে কাজ শুরু করেও, শেষ পর্যন্ত ছত্রভঙ্গ হয়ে যায় পাইপলাইন হিসেবে থাকা বিভিন্ন প্লাটফর্মের ক্যাম্পগুলো। তাই সেসব জায়গা গুছিয়ে রাখতে, এবার বিদেশ থেকে কর্মকর্তা উড়িয়ে আনছে টাইগার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ খুশি মুর। এমনকি টাইগারদের সঙ্গে কাজ করতে তার তর সইছে না বলেও জানান এই অস্ট্রেলিয়ান। মুর বলেন, ” বিসিবিতে কাজ করতে আমি মুখিয়ে আছি। সেখান (বাংলাদেশ) গিয়ে আমি নিজের দক্ষতা দেখাতে চাই। দেশটির ক্রিকেটার, কোচ এবং অন্যান্যদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। বাংলাদেশের জন্য আমি অবদান রাখতে চাই।

উল্লেখ্য, খেলোয়াড়ি জীবনে নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন মুর। এরপর একই দলের প্রশাসক হিসেবেও কাজ করেছেন তিনি। দায়িত্ব পালন করেছেন, ক্রিকেট পারফরম্যান্সের মহাব্যবস্থাপক হিসেবে। সেখান থেকে বেশ অভিজ্ঞতাও সঞ্চয় করেছেন মুর। এবার নিজের অভিজ্ঞতা ঢেলে দেবেন টাইগার ক্রিকেটে। এই দুই বছর সময়ে কেমন করবেন, তাই এখন দেখার বিষয়।

আরো আজকের ট্রেন্ডিং

বিবিএল ২০২৪-২৫-এ সেরা তরুণ বিবিএল তারকাদের জন্য নজর রাখা: উদীয়মান প্রতিভার পরবর্তী প্রজন্ম

বিগ ব্যাশ লিগ (বিবিএল) তার ২০২৪-২৫ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে ক্রিকেট ভক্তদের একটি নতুন প্রজন্মের ক্রিকেট প্রতিভা কামনা করছে। বছরের পর বছর ধরে হাজার হাজার তরুণ ক্রিকেটার বিবিএলে তাদের...

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ইতিহাসে সেরা পাঁচ উইকেট-শিকারী: ঐতিহাসিক পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১২ সালে শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি লিগটি স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিভাবান খেলোয়াড়দের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি...

বিবিএল ২০২৪-২৫-এ সেরা বোলিং স্পেল: পেসার বনাম স্পিনাররা

বিগ ব্যাশ লিগ (বিবিএল) রোমাঞ্চকর ক্রিকেটিং অ্যাকশন নিয়ে আসে এবং বোলাররা প্রায়শই খেলা পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয়। ব্যাটাররা যখন লাইমলাইট দখল করে, বোলাররা ম্যাচের ফলাফল নির্ধারণ করে। পেসার এবং স্পিনারদের...

পরিবেশবান্ধব হচ্ছে ক্রিকেট: বিপিএল ২০২৫ এর স্থায়িত্ব উদ্যোগ প্রকাশিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট মঞ্চ হিসেবে পরিচিত, যেখানে সেরা খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভক্তদের রোমাঞ্চিত করে। কিন্তু যখন বিশ্ব আরও স্থায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন...