৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে ভারত। এই সফরের জন্য ইতোমধ্যে পূর্ণশক্তির দলও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশেরও দল ঘোষণার কথা ছিলো ১৮ নভেম্বর। তবে শেষ পর্যন্ত নির্ধারিত তারিখে দল ঘোষণা করেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।
বাংলাদেশের দল ঘোষণার কথা, ছিলো প্রধান কোচ রাসেল ডমিঙ্গো কাজে যোগ দেওয়ার পর। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর এবং কোচের মধ্যে আলোচনা করে দল সাজানোর কথা। এজন্য খেলোয়াড় পরখ করতে বিকেএসপিতেও যান নান্নু। তবে শারীরিক অসুস্থতার কারণে যেতে পারেননি ডমিঙ্গো।
ফলে কোচ এবং নির্বাচকের বৈঠকও অনুষ্ঠিত হয়নি। যে কারণে নির্ধারিত দিনে (১৮ নভেম্বর) দল ঘোষণা করতে পারেননি বাংলাদেশ । তবে কবে নাগাত ভারত সিরিজের দল ঘোষণা হবে? এই প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচক নান্নু জানান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ড দেখেই দল ঘোষণা করা হবে। বিচারে আসবে সেখানকার পারফরম্যান্স।
এবারের বিসিএল অনুষ্ঠিত হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। ৪ দলের এই টুর্নামেন্ট শুরু হয়েছে ২০ নভেম্বর। সূচি অনুযায়ী দ্বিতীয় রাউন্ডের খেলা মাঠে গড়িয়েছে ২২ নভেম্বর। বিকেএসপির মাঠে এসব ম্যাচে টাইগারদের ব্যাট-বলের ধার, শারীরিক ফিটনেস , সবকিছুই দেখেই আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবে বিসিবি।