আগামী বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। যার প্রতিক্রিয়ায় ওয়ানডে বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেওয়ার হুমকি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।আগামি এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে না গেলে ভারতে হতে যাওয়া বিশ্বকাপেও খেলবে না পাকিস্তান।
কয়েকদিন আগেই জল্পনা চলছিল পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে ভারতীয় ক্রিকেট দল। তবে জল্পনার অবসান ঘটিয়ে বিসিসিআই সচীব জয় শাহ স্পষ্ট জানিয়ে দিলেন পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট দল। তিনি বলেন, ” আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটি নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।”
জয় শাহ এমন মন্তব্য করায় পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা হুশিয়ারি দিয়েছেন ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না গেলে ২০২৩ সালে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করবে পাকিস্তান ।
এদিকে পিসিবির একজন কর্মকর্তা বলেন, ” আমরা বুঝতে পারছি না জয় কি করে একতরফাভাবে প্রতিযোগিতা সরিয়ে নেওয়ার কথা বলতে পারেন। পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব দিয়েছে এসিসির এক্সিকিউটিভ বোর্ড। এসিসি সভাপতি দেননি। জয় কীভাবে এমন কথা বলছেন?”
দরকার হলে এসিসি থেকে সরে আসার কথাও জানিয়ে দেয় ঐ পাক ক্রিকেট কর্মকর্তা। তিনি আরো বলেন, ” দরকার হলে আমরা এসিসি থেকে বেরিয়ে আসার কথা ভাবব। পিসিবি বিশ্বাস করে এসিসি গঠিত হয়েছিল, বিশ্বের এই অঞ্চলে ক্রিকেটের উন্নতি এবং প্রসারের জন্য। সদস্য দেশগুলোর মধ্যে একতা তোলার জন্য। এসিসি সভাপতি কি কোন একতরফা মত দিতে পারেন? এমন হলে তো পাকিস্তানের থাকার কোন প্রয়োজনই নেই।”
রাজনৈতিক টানাপোড়েনের জন্য ভারত -পাকিস্তান মূলত আইসিসি ইভেন্টের বাইরে দ্বিপাক্ষিক কোন সিরিজ খেলেনা। ভারত সর্বশেষ পাকিস্তান সফরে যায় ২০০৮ সালে। অন্যদিকে পাকিস্তান সর্বশেষ ভারত সফরে যায় ২০১২ সালে। রাজনৈতিক দ্বন্দে এরপর আটকে যায় দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ।