BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপে বাবর-রিজওয়ানের ওপেনিং নিয়ে মুখ খুললেন রমিজ রাজা

বিশ্বকাপে বাবর-রিজওয়ানের ওপেনিং নিয়ে মুখ খুললেন রমিজ রাজা

পাকিস্তান দলে অন্যতম সেরা জুটি বাবর-রিজওয়ান। সম্প্রতি গুঞ্জন ছড়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেন করতে দেখা যাবে না বাবর-রিজওয়ানকে।বিশ্বকাপের আগে পাক দলের অন্যতম সেরা এই জুটির ওপেনিং নিয়ে তাই সৃষ্টি হয় ধোয়াশার। এবার সেই ধোয়াশা পরিষ্কার করতে মুখ খুললেন পাকিস্তান বোর্ড প্রধান রমিজ রাজা।

বাবর-রিজওয়ানের এই জুটির গুঞ্জনের ব্যাপারে  অবাকই হয়েছেন এই পাক বোর্ড প্রধান। সম্প্রতি এক ওয়েবসাইটে রমিজ বলেন,” আমাদের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা জুটি বাবর আর রিজওয়ান। আমি অবাক হচ্ছি শুনে যে কিছু মানুষ ওদের আলাদা করতে চায়।”

পূর্বে যখন পাকিস্তান অন্য ওপেনিং জুটি ব্যবহার করেছে তখনও লোকে সমালোচনা করেছে বলে জানান রমিজ। এই প্রসঙ্গে  তিনি বলেন,” অতীতে দশটা জুটি আমরা ব্যবহার করেছি। তখন লোকে বলত পাকিস্তানের ভালো ওপেনিং জুটি নেই। এখন সেরা ওপেনিং জুটি পাওয়ার পরেও অনেকের সমস্যা রয়েছে।”

হাঁটুর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন পাকিস্তানের সেরা বোলিং অস্ত্র শাহিন আফ্রিদি। সবশেষ এশিয়া কাপে তার অভাব হাড়েহাড়ে বুঝতে পেরেছে পাকিস্তান। তবে চোট সারিয়ে বিশ্বকাপের দলে থাকবেন আফ্রিদি। রমিজ নিশ্চিৎ করেছেন ১৫ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন শাহিন । 

এ প্রসঙ্গে  রমিজ বলেন,” হাঁটুর চোট অন্য কোনও চোটের মতো নয়। অনেক যত্ন নিতে হয়। শাহিন অনেক পরিকল্পনা করে চোট থেকে সুস্থ হয়েছে।  অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলন করার পর দুটো প্রস্তুতি ম্যাচেও খেলবে।”

আগামী ২৩ অক্টোবর প্রথম মাঠে নামবে বাবর আজমের দল। প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। উল্লেখ্য, বাবর-রিজওয়ানদের নিয়ে এর আগেও সমালোচনা করেছেন অনেকে। তখন অবশ্য তার কড়া জবাবও দিয়েছিলেন দলের সেরা বোলিং অস্ত্র শাহিন আফ্রিদি।

Exit mobile version