১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যেই ভারত সহ বেশ কয়েকটি দল বিশ্বকাপের জন্য তাদের স্কোয়াড ঘোষনা করেছে। বাংলাদেশ এখনো অবশ্য বিশ্বকাপের দল ঘোষনা করেনি। তবে দলে ওপেনিংয়ে কারা থাকবে তা নিয়ে শুরু হয়েছে ধোয়াশা। দেশের সেরা ওপেনার তামিম ইকবাল অবসর যাওয়ায় সমস্যা আরও বেড়েছে।
ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন লিটন দাস। ওপেনিংয়ে তার সঙ্গী হিসেবে কে থাকবেন প্রশ্ন সেটাই। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ওপেন করেছিলেন সাব্বির এবং মিরাজ। তবে এই জুটি তেমন ভালো করতে পারেনি। সাব্বির ৬ বলে করেছিলেন ৫, মিরাজ ২৬ বলে করেছিলেন ৩৮রান। এর পরেও বিশ্বকাপের দলে তাদেরকে ওপেনিংয়ে রাখা হবে কি না সেই প্রশ্নই ঘুরছে এখন দেশের ক্রিকেটে।
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলেন ” মিরাজ–সাব্বির এশিয়া কাপের শেষ ম্যাচের ওপেনার। যদিও সাব্বির ৫ রানে আউট হয়ে গেছে, তারপরেও আমার মনে হয় ছোট্ট একটা জুটি হয়েছিল বা ইন্টেটটা ছিল। তবে অন্যান্য ওপেনারকে আমরা এর মধ্যেই দেখব।“
এদিকে জোর গুঞ্জন ওপেনার থেকে এবার ৪ নাম্বারে ব্যাট করতে পারেন লিটন দাস এবং ৫ নাম্বারে আফিফ হোসেন। ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করার কথা টিম বাংলাদেশের। সেখানে নতুন কোন চমক দিলেও অবাক হওয়ার কিছুই নেই।