আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তান দলে জায়গা হয়নি ফখর জামানের। মূলত এশিয়া কাপে ব্যর্থতার কারণেই বাদ পড়েছেন এই টপ–অর্ডার ব্যাটসম্যান। অপরদিকে ব্যাটিং বিভাগে ডাক পেয়েছেন দুই অনভিষিক্ত শান মাসুদ এবং হায়দার আলি। আর তাতেই দলের প্রধান কোচ সাকলায়েন মোশতাকের কড়া সমালোচনা করলেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কি দল নির্বাচন করলো! সমস্যা মিডল অর্ডারে, কিন্তু উনারা বরাবরই বলছেন– এমন দল নির্বাচন করবো যে সবাই পছন্দ করবে। অর্থাৎ মিডল অর্ডার পাল্টাবে না।
ফখর জামানকে পাকিস্তান টিম ঠিকভাবে ব্যবহার করছেনা বলেও মনে করেন শোয়েব ” ফখরকে নিয়ে অনেকবার বলেছি, তাকে পাওয়ার প্লের ৬ ওভার দিন। অস্ট্রেলিয়ায় বল খেলতে ওর সুবিধা হবে। কিন্তু না, বাবরকেই উপরে রাখতে হলো।‘
প্রথম রাউন্ডে পাকিস্তানের বাদ পড়ার শঙ্কার কথাও বলেছেন এই সাবেক গতি তারকা ” ইফতিখার আহমেদ হলেন দ্বিতীয় মিসবাহ উল হক। মাশাল্লাহ, আমাদের মোহাম্মদ রিজওয়ান আছে। তার সঙ্গে আছে ইফতিখার। এই দল নিয়ে আমরা প্রথম রাউন্ড থেকেই বাদ পড়তে পারি।
এশিয়া কাপে বাবর আজমকে ওয়ান ডাউনে নামার পরামর্শ দিয়েছিলেন শোয়েব আখতার। তবে তা গায়ে মাখেনি টিম ম্যানেজমেন্ট। বাবর আজমের ব্যাটিংয়ের সমালোচনা করে এই সাবেক পেসার আরো বলেন ” পাকিস্তানের ব্যাটিংয়ে গভীরতা নেই, এটা নিয়ে দুশ্চিন্তায় আছি। অধিনায়কও এই ফরম্যাটে মানানসই নয়। সে (বাবর আজম) তার ক্ল্যাসিক কাভার ড্রাইভ দেখিয়ে নিজেকে ক্ল্যাসিক করে তুলতে ব্যস্ত।
উল্লেখ্য এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হেরে যায় পাকিস্তান। টুর্নামেন্ট জুড়ে বাবর আজম চেনা ছন্দে ছিলেননা। অন্যদিকে রিজওয়ান টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও তার ব্যাটিং টি টোয়েন্টির সাথে যায় কিনা তা নিয়ে অনেক সমালোচনা আছে। তবে এশিয়া কাপে ব্যর্থতার কোপ পড়েছে ফখরের ওপর। নির্বাচকদের ওপর তাই ক্ষোভ ঝেড়েছেন শোয়েব