আগামী মাসে অস্ট্রেলিয়ার মাটিতে পর্দা উঠছে টি–টোয়েন্টি বিশ্বকাপের। বিশ্বকাপের আগে আইসিসি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে টিকিট। আর বিশ্বকাপ শুরুর এক মাস আগেই বিক্রি হয়ে গেছে পাঁচ লাখ টিকিট। বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
১৬ অক্টোবর হতে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে অংশগ্রহন করবে বিশ্বের ১৬ টি দেশ। বিশ্বসেরা এই ক্রিকেটারদের পারফরম্যান্স দেখার জন্য ইতিমধ্যেই ৮২টি দেশের ক্রিকেটপ্রেমিরা কিনে ফেলেছে টিকিট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ( আইসিসি) পাঁচ লাখ ক্রিকেটপ্রেমির কাছে বিক্রি করেছে এবারের বিশ্বকাপের টিকিট।
ধারণা করা হচ্ছে ২০২০ সালের নারী বিশ্বকাপের দর্শকদের সংখ্যাও ছাড়িয়ে যাবে পুরুষদের বিশ্বকাপের এই আসরে। ৮৬ হাজার ১৭৪ জন দর্শক দিয়ে গ্যালারি পূর্ণ ছিল ২০২০ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ম্যাচ। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় নারী বিশ্বকাপের পর এই প্রথম দর্শকে পূর্ণ থাকবে স্টেডিয়াম।
বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচ ভারত–পাকিস্তান। ক্রিকেটপ্রেমিরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এই ম্যাচটির জন্য। তাই টিকিট ছাড়ার মুহুর্তের মধ্যেই শেষ হয়ে গেছে ম্যাচটির সব টিকিট। ২৩ অক্টোবর মুখোমুখি হবে এই দুই পরাশক্তি। অতিরিক্ত স্ট্যান্ডিং টিকিট ছাড়া হলে সেগুলো কেনার জন্যও হুমড়ি খেয়ে পড়ে সমর্থকরা। ছাড়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় সেগুলোও।
২৭ অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ–দ.আফ্রিকা। আইসিসির তথ্যমতে এই ম্যাচের সব টিকিটও শেষ হয়ে গেছে মুহুর্তের মধ্যে। তবে সমর্থকদের কথা চিন্তা করে অতিরিক্ত টিকিট ছাড়া হবে বলেও জানিয়েছে আইসিসি।
দর্শকদের এমন উচ্ছ্বাস দেখে মুগ্ধ হয়েছে আইসিসি। আইসিসির পক্ষ এক বিবৃতিতে বলা হয়েছে ” আমরা টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি দেখে মুগ্ধ। ৫ লাখের বেশি টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। একমাস আগেই টিকিটের এই চাহিদা অপ্রত্যাশিত। বিশ্বকাপ এবার ছাপ ফেলতে চলেছে “।