এশিয়া কাপে ভরাডুবির পর আবার মাঠে নামছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত। সেই দুই সিরিজে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া খেলা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতির উপলক্ষ্য হওয়া এই দুই সিরিজে অনিশ্চিত পেসার ভুবনেশ্বর কুমার এবং আর্শদীপ সিংও।
ইতোমধ্যেই বিশ্বকাপ ও এর আগে দুটি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে দুটি সিরিজের দলে রয়েছেন বিশ্বকাপ দলের প্রায় সব ক্রিকেটারই। একইসাথে বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাইয়ে থাকা ক্রিকেটাররাও সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলেও রয়েছেন হার্দিক এবং ভুবনেশ্বর। সেই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তরুণ পেসার আর্শদীপকে। তাকে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দলে। প্রোটিয়াদের বিপক্ষে আবার আর্শদীপকে রাখা হলেও, হার্দিক এবং ভুবনেশ্বরকে রাখেনি বিসিসিআই।
দল ঘোষণার পর বিসিসিআই জানিয়েছে, অস্ট্রেলিয়া ও দক্ষিণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ চলাকালীন হার্দিক, ভুবনেশ্বর এবং আর্শদীপকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমীতে যেতে হবে। সেখানে তাদের ফিটনেস পরীক্ষা করা হবে। বিশ্বকাপের আগে এই তিন ক্রিকেটারকে নিয়ে মোটেই ঝুঁকি নিতে চাইছে না ভারত। ইতোমধ্যে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ছেন বুমরাহ এবং হার্শেল।
এশিয়া কাপে ভারতের ভরাডুবির পর এবার টি টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই লক্ষ্যেই পরিকল্পনা করে সবকিছু করছে রোহিত শর্মার দল। ভারতের এবারের বিশ্বকাপে পান্ডিয়া তুরুপের তাস হতে পারে বলে ধারনা অনেকের। তাইত পান্ডিয়াকে নিয়ে বেশি সতর্ক ভারতীয় ক্রিকেট বোর্ড।