গত বৃহস্পতিবার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামল বিপিএলের নবম আসরের। ফাইনালের ম্যাচটিতে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালের ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পোস্ট করেন মাশরাফি। তিনি লিখেন, ” ওয়েল ডান বয়েজ। তোমরা দুর্দান্ত করেছ। তোমারা যা করেছ তার জন্য আমি গর্বিত, গোটা দল গর্বিত। আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান এবং ডিরেক্টরদের, যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন। আমাদের কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্ট টিম অক্লান্ত পরিশ্রম করেছে। ধন্যবাদ জানাই তাদেরকে। “
শুরু থেকে মাশরাফির গোটা পরিবার সিলেটকে সাপোর্ট করে গেছে। পরিবারের উদ্দেশ্যে তিনি লেখেন, ” আমাদের পরিবারকে অবশ্যই ধন্যবাদ, তারা যেভাবে আমাদের সাপোর্ট করেছে এটা বলার অপক্ষা রাখে না। বিগত দেড় মাস আমরা একসঙ্গে সময় কাটিয়েছি। খুব মিস করব সবাইকে। ইনশাআল্লাহ আবার দেখা হবে, আড্ডাও হবে। “
জাতীয় দলে যারা সুযোগ পেয়েছে তাদেরকে শুভকামনা জানান মাশরাফি। সঙ্গে চ্যাম্পিয়ন কুমিল্লাকে অভিনন্দনও জানান সিলেট স্ট্রাইকার্সের এই অধিনায়ক। মাশরাফি আরো লেখেন, ” যারা জাতীয় দলে সুযোগ পেলে তাদের জন্য রইল শুভকামনা। এই অভিজ্ঞতা নিশ্চয়ই তাদের কাজে লাগবে। আর যারা অন্যান্য জায়গায় খেলবে আশা করি তারাও ভালো করবে, নিজেদের মেলে ধরবে। অসাধারণ সিলেট স্ট্রাইকার্স, অভিনন্দন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। “
টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলছিল সিলেট এবং কুমিল্লা। পয়েন্ট টেবিলের এক – দুই নম্বরে ছিল এই দুই দল। গ্রুপ পর্বে দুইবার মুখোমুখি হয়েছিল সিলেট – কুমিল্লা। প্রথমবার সিলেট জয় পেলেও দ্বিতীয়বার হেরে যায় কুমিল্লার কাছে। ফাইনালে এসেও মাশরাফির সিলেটকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতে নেয় কুমিল্লা। বিপিএলের গত ৮ আসরের মধ্যে অধিনায়ক হিসেবে চারবার ফাইনালে খেলে শিরোপা জেতেন মাশরাফি। কিন্তু পঞ্চমবার ফাইনালে উঠে হেরে যান তিনি।