সাবেক – বর্তমান ক্রিকেটারদের একটা ভালো সুযোগ বিপিএল। তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করারও একটা সুযোগ এই বিপিএল। বিপিএলের চলতি আসরে দুর্দান্ত পারফর্ম করছেন জাতীয় দল থেকে হারিয়ে যাওয়া অলরাউন্ডার নাসির হোসেন। ব্যাটে বলে তার পারফরম্যান্স নজর কাড়ছে সবার। চলতি আসরে দুর্দান্ত করছেন সময়ের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানও। যাদের মান আছে তাদের এখনই দেখানোর সময়। আর এমনটাই মনে করছেন বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বিপিএলের পারফরম্যান্স নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বলেন, ” বিপিএল খেলোয়াড়দের নিজেকে প্রমানের দারুন সুযোগ। যারা ভালো প্লেয়ার তারা ঠিকেই নিজের জাত চেনাচ্ছে, সব প্রতিকূলতা ফেস করে ঠিকই বিপিএলে রান করছে। সাকিবকে দেখুন, সে ফর্মের তুঙ্গে আছে, রান করছে আবার উইকেট পাচ্ছে। মুশফিকুর রহিম ব্যাটিংয়ের সুযোগ সেভাবে পাননি। কিন্তু সুযোগ পেয়ে দুটি ম্যাচ ফিনিশ করে এসেছে। এগুলো দারুন ব্যাপার দেশের ক্রিকেটের জন্য। “
বিপিএলের চলতি আসরে দারুণ করছেন লিটন দাসও। ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ করছেন তিনিও। নাজমুল হাসান শান্তও নিজেকে প্রমাণ করছেন। তাদের প্রসঙ্গে মাশরাফি বলেন, ” বিপিএল সবাই ছন্দে আছে ব্যাপারটা এমন নয়। অনেকে সুযোগ কাজে লাগাতে পারছেনা। রিয়াদ এর কথাই ধরুন, বিপিএলে রান করার সেভাবে সুযোগ পায়নি। তামিমের পারফরম্যান্স মোটামুটি, রান করেছে শেষ ম্যাচে। লিটন কুমার দাস রান করেছে, নাজমুল হোসেন শান্ত রান করেছে। এই ব্যাপারগুলো জাতীয় দলের ক্ষেত্রে ও আলাদা গুরুত্ব বহন করে। যাদের ট্যালেন্ট আছে, মান আছে, তাদের এখনই দেখানোর সময়। ”
উইকেট ভালো থাকার কারনে স্পিনাররা ভালো করতে পারছেন না বলেও মনে করেন মাশরাফি। তিনি আরো বলেন, ” এবারের বিপিএলে ভিন্ন ধরনের উইকেটে খেলা হচ্ছে। স্পিনাররা ভালো বল করতে পারছে না। কারণ উইকেট ভালো, প্রচুর রান হচ্ছে। এবার পেস বোলাররা উইকেট পাচ্ছে, দলগুলো তাদের ওপর নির্ভরশীল। তাই প্রতিটি দলেই ৩ – ৪ জন পেসার আছে এবং তাদের খেলানো হচ্ছে। আগে যেকোনো স্পিনার দিয়ে কাজ চালানো যেত। কিন্ত স্পিনাররা এবার মার খাচ্ছে৷ মান সম্মত বোলার ব্যবহার করে তবেই উইকেট পাওয়া যাচ্ছে । ”
তবে বোলাররা খারাপ করলেও সেখান থেকে শিখতে পারবে দাবি মাশরাফির। আর এতে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস বাড়বে বলেও মনে করেন মাশরাফি। তিনি আরো বলেন, ” আমাদের দলে ইমাদ ওয়াসিম ভালো করছে। বরিশাল দলে সাকিব ভালো করছে। আন্তর্জাতিক মানের যারা, তারা ভালো করছে। আন্তর্জাতিক মানের পিচের সাথে তাল মিলিয়ে খেলোয়াড় হিসেবে আমাদের চাওয়া থাকে ভালো উইকেটের। এবারের বিপিএলের উইকেট অনেক ভালো। বোলাররা মার খেলেও ওরা শিখবে। আর ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস পাবে। “
উল্লেখ্য, বিপিএলের এই নবম আসরে ৭ ম্যাচে রানের দিক থেকে শীর্ষে আছেন সাকিব আল হাসান। ৭ ম্যাচে তিনি করেছেন ৩০৪ রান। নাসির হোসেন ৮ ম্যাচে করেছেন ২৯১ রান। বল হাতে নিয়েছেন ১১ উইকেট। মুশফিকুর রহিম সেভাবে সুযোগ না পেলেও দুটি ম্যাচে ফিনিশার হিসেবে ভালো করেছেন।