আন্তর্জাতিক ক্রিকেটে মেহেদি হাসান মিরাজের আগমন টেস্ট ম্যাচ দিয়ে। কিন্তু সময়ের সাথে সাথে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলেও জায়গা করে নিয়েছেন এই অলরাউন্ডার। গেল বছরটা দারুণভাবে শেষ করেছেন মিরাজ। ব্যাটে – বলে সমানভাবে সাফল্য পেয়েছেন তিনি। তাই তো, নতুন বছরেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান। আসছে বিপিএল থেকেই ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চান মিরাজ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অনুশীলনে নামার আগে এক ফাঁকে সংবাদমাধ্যমকে মিরাজ বলেন, ” ২০২৩ সাল আমাদের জন্য ভীষন গুরুত্বপূর্ণ। এই বছরের শেষ দিকে বিশ্বকাপের মতো বড় আসর আছে আমাদের। বিশ্বকাপে ভালো করতে গেলে এখন থেকেই আমাদের বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা সাজাতে হবে। বিপিএল থেকেই আমি নিজেকে বিশ্বকাপের জন্য মানসিকভাবে প্রস্তুত করতে চাই। আমাদের অনেক ঘাটতির জায়গা আছে, বিশ্বকাপে সফল হতে গেলে ঘাটতির জায়গাগুলোতে উন্নতি করার চেষ্টা করতে হবে। এখন থেকে প্রস্তুতি নিলে, ভারতের মাটিতে আমরা অবশ্যই ভালো করব।”
এবারের বিপিএলে উপরের দিকে ব্যাটিং করতে আগ্রহী মিরাজ। এ প্রসঙ্গে টাইগার অলরাউন্ডার বলেন, ” দলে কার কি ব্যাটিং অর্ডার হবে সেই সিদ্ধান্তটি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। দলের জন্য নিজের সেরাটা দিতে প্রস্তত।দল থেকে যাকে যেখানে ব্যাট করতে পাঠানো হবে, সেখানেই তাকে ব্যাটিং করতে হবে। আমিও দলের চাহিদা অনুযায়ী যেখানে নামানো হবে, সেখানে ভালো করার চেষ্টা করবো। তবে ব্যক্তিগতভাবে আমি উপরের দিকে ব্যাটিং করতে চাই। আমার আত্মবিশ্বাস আছে, টিম ম্যানেজমেন্ট আমাকে সেই সুযোগ দিলে আমি পারবো। “
এবারের বিপিএলে অবশ্য নিজের দল নিয়েও বেশ আশাবাদী মিরাজ। এখনো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ না পাওয়া এই ক্রিকেটারের বিশ্বাস, এবার তার দলই জিতবে বিপিএল শিরোপা। মিরাজ বলেন, ” বিপিএল শুরু হতে আর বেশি বাকি নেই। বিপিএলেও সফল হতে চাই।আমাদের দলে সাকিব আল হাসানের মতো ক্রিকেটার আছেন। দেশিদের মধ্যে অন্যান্যরাও পরীক্ষিত ক্রিকেটার । সবাই নিজ নিজ জায়গা থেকে সেরাটা দিতে পারলে, ভালো ফলাফল করতে পারবো। চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামব।”
উল্লেখ্য, ৬ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের নবম আসর। আর এবারের আসরে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন মিরাজ। টাইগার অলরাউন্ডার আছেন ফর্মের তুঙ্গে। দলের সঙ্গে বিপিএল অনুশীলনেও দেখা গেছে বেশ ফুরফুরে। জাতীয় দলের সাফল্যের রেশ বিপিএলে টেনে আনতে পারলে, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটাও পূরণ হতে পারে। তবে দিনশেষে মাঠের পারফরম্যান্সই শেষ কথা!