Skip to main content

বিপিএল থেকেই  ২০২৪ বিশ্বকাপের পরিকল্পনা করছে বাংলাদেশ

বিপিএল থেকেই  ২০২৪ বিশ্বকাপের পরিকল্পনা করছে বাংলাদেশ

আগামী বছর জানুয়ারিতে মাঠে গড়াচ্ছে বিপিএল। যেখানে দেখা যাবে দেশিসহ বিদেশি এক ঝাঁক তারকা ক্রিকেটারদের মিলন মেলা। যেখানে তরুণ ক্রিকেটাররাও সুযোগ পাবে নিজেকে মেলে ধরার। তেমনিভাবে অভিজ্ঞ ক্রিকেটারদের থেকে তরুনদের নতুন কিছু শেখারও সুযোগ থাকছে। বরাবরের মতো এবারও বিপিএল থেকে নতুন কিছু দুর্দান্ত ক্রিকেটার বাংলাদেশ পাবে বলে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আর এই বিপিএল থেকেই ২০২৪ বিশ্বকাপের পরিকল্পনাও শুরু হবে বলে জানান টিম বাংলাদেশের প্রধান নির্বাচক । 

বিপিএলে ফ্র‍্যাঞ্চাইজিগুলোতে খেলে থাকেন দেশ বিদেশের অভিজ্ঞ ক্রিকেটাররা। তাদের সংস্পর্শে এসে দেশের তরুণ ক্রিকেটাররাও শিখতে পারে নতুন কিছু। যার ফলে এখান থেকে ভালো পারফর্মার খুঁজে পাওয়াটা সহজ হয় বলে মনে করেন নান্নু। মিরপুরে এক সাংবাদিক সম্মেলনে বিপিএল নিয়ে কথা বলেন টাইগারদের প্রধান নির্বাচক ।  বিপিএল থেকে এবারও  ভালো কিছু পারফর্মার খুঁজে পাবেন বলে আশা করছেন নান্নু। 

এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নান্নু  বলেন, ” বিপিএল ক্রিকেটারদের প্রমানের জন্য দারুন একটি মঞ্চ। বিশেষ করে তরুন ক্রিকেটারদের জন্য ভালো সুযোগ।  অনেকগুলো আন্তর্জাতিক ক্রিকেটার যুক্ত থাকে এখানে। তাদের সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করে তরুনরা অনেক কিছু শিখতে পারে। তাদের জন্য এটা চ্যালেঞ্জিং ব্যাপার। সেই সাথে আশা করছি এই বিপিএল থেকে হয়তো দারুন কিছু ক্রিকেটার আমরা খুঁজে পাবো, যারা বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারে “। 

২০২৪ সালের বিশ্বকাপ নিয়ে পরিকল্পনার কথাও বলেন নান্নু। তিনি আরো বলেন, ” প্রত্যেক দলের মধ্যেই কিছু কিছু পরিকল্পনা থাকে, যেটা আগাম বলাটা কিছুটা কঠিন। দলের স্বার্থেই সেটা নিজেদের মধ্যে রাখতে হয়। তারপরেও বলছি, বিপিএল থেকেই কিন্তু ২০২৪ এর বিশ্বকাপ  লক্ষ্য করে আমরা এগোচ্ছি। এবারের বিপিএল আমাদের জন্য তাই খেলোয়াড় খোজার জন্য দারুন মঞ্চ। সবার চোখ থাকবে এই 

বিপিএলে।  অনেক প্লেয়ার থাকবে তাদের মধ্য থেকে জাতীয় দলের জন্য অসাধারণ কিছু প্লেয়ার বের করতে হবে। টি টোয়েন্টিতে আমরা ভালো করছিনা,  কিছু কিছু জায়গায়  দলে ঘাটতি আছে, সেখানে ক্রিকেটাররা কেমন করছে এটাও এই বিপিএলে দেখা যাবে । “

উল্লেখ্য, ২০২৩ সালের ৬ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের নবম আসর। ফাইনাল হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। গত শনিবার বিপিএলের সূচি প্রকাশ করেছে বিসিবি। এবারের আসরে অংশগ্রহন করবে মোট ৭ টি দল। বিপিএলের আগের আসরগুলো ছিলো বিভিন্ন বিতর্কে ঠাসা। এটা নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। এবার তাই বিতর্কমুক্ত বিপিএল করতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বাস্তবে সেটা কতোটা সম্ভব হবে এটাই এখন কোটি টাকার প্রশ্ন।

আরো আজকের ট্রেন্ডিং

বিবিএল ২০২৪-২৫ ম্যাচের পূর্বাভাস: বিবিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক

বিবিএল ম্যাচের পূর্বাভাস জন্য, খেলার ফলাফলকে প্রভাবিত করে এমন বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। আমরা যখন বিগ ব্যাশ লীগ (বিবিএল) ২০২৪-২৫ মৌসুমের দিকে তাকিয়ে আছি, তখন উত্তেজনা তৈরি হচ্ছে। এই...

SA20 2025 টিকিট: মূল্য এবং বুকিং সম্পর্কে আপনার যা জানা দরকার

SA20 2025 টিকিট মূল্য এবং বুকিং সম্পর্কে আপনার যা জানা দরকার, বেটওয়ে SA20 লিগ আবারও ফিরে এসেছে তার তৃতীয় মৌসুম নিয়ে, যা এক উত্তেজনাপূর্ণ গ্রীষ্মের প্রতিশ্রুতি দিচ্ছে। ৯ জানুয়ারি, ২০২৫...

বিপিএল এর সর্বোচ্চ রান ২০২৩: বিস্তৃত পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে, যেখানে বিশ্বের সেরা প্রতিভাগুলো একত্রিত হয়ে থাকে। ২০২৩ সালের বিপিএল মৌসুমও এর ব্যতিক্রম ছিল না। উত্তেজনাপূর্ণ পারফরম্যান্স, শ্বাসরুদ্ধকর ম্যাচ...

বিবিএল ২০২৪-২৫ এর অন্তরালে: দলের প্রস্তুতি এবং প্রশিক্ষণ পরিকল্পনার একচেটিয়া অন্তর্দৃষ্টি

বিবিএল ২০২৪-২৫ (বিগ ব্যাশ লিগ) মৌসুম ঘনিয়ে আসার সাথে সাথে ভক্তদের উত্তেজনা বৃদ্ধি পায়। যেহেতু খেলার মাঠের অ্যাকশন সংবাদ তৈরি করে, তাই প্রতিটি দলের সাফল্য পর্দার আড়ালে পরিকল্পনার উপর নির্ভর...