BJ Sports – Cricket Prediction, Live Score

বিপিএলে সিলেটের আইকন মাশরাফি, উন্মোচন করা হলো সিলেট স্ট্রাইকার্সের লোগো

Mashrafe named as the icon of Sylhet in BPL, Sylhet Strikers logo unveiled

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর শুরু হবে ২০২৩ সালের ৬ জানুয়ারি থেকে।   এখনো প্রায় আড়াই মাস বাকি। তবে এরমধ্যেইই দল গোছানো শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। তারই অংশ হিসেবে সবার আগে চমক দেখালো সিলেট স্ট্রাইকার্স। বুধবার লোগো উন্মোচনের পাশাপাশি দলের আইকনের নামও ঘোষণা করেছে দলটি।

আইকন ক্রিকেটার হিসেবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দলে নিয়েছে সিলেট। একইসাথে দলের অধিনায়কত্বও দেওয়া হয়েছে তাকে। বিপিএলে নতুন দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মাশরাফিও জানালেন, দলের প্রত্যাশা পূরণে মাঠে নিজের শতভাগ উজাড় করে দেবেন তিনি।

লোগো উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে মাশরাফি বলেন, ‘আশা করি, দলের যাত্রা শুরু হবে। আর টুর্নামেন্টের শেষ অবধি সবকিছু ভালোভাবে যাবে। আপনাদের প্রত্যাশা পূরণ হবে। আমাকে আইকন হিসেবে দলে রাখা আমার জন্য সম্মানের। আপনারা আমাকে যে কারণে দলে নিয়েছেন, আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

আগামী বিপিএলের সময় পাকিস্তানের কোন সিরিজ না থাকায় বিপিএলে দেখা যাবে পাকিস্তানি খেলোয়াড়দের ছড়াছড়ি৷ মাশরাফির পাশাপাশি  বিপিএলের জন্য সিলেট দলে ভিড়িয়েছে পাকিস্তানের মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, এবং কামিন্দু মেন্ডিসকে।

উল্লেখ্য মাশরাফি জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও ঘরোয়া লিগ খেলে যাচ্ছেন। বিপিএলের ইতিহাসে সফল অধিনায়ক ও তিনি৷ তার হাত ধরেই সিলেট প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।

Exit mobile version