বয়সভিত্তিক ক্রিকেট থেকে ব্যাট হাতে প্রতিভার স্বাক্ষর রেখে এসেছেন নাজমুল হোসাইন শান্ত। ব্যাট হাতে ভালো পারফরম্যান্সের সুবাদে, জাতীয় দলেও সুযোগ পেয়ে যান এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে আন্তর্জাতিক অঙ্গনে এসেই যেন খেই হারিয়ে ফেলেন শান্ত। লাল – সবুজের জার্সিতে নিজেকে মেলে ধরতে না পারার কারণে, ক্রমাগত সমালোচনার শিকার তিনি। তবে এবারের বিপিএলটা দারুন কাটছে শান্তর। ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন মাঠের ২২ গজে। মঙ্গলবার বরিশালের বিপক্ষে সিলেটের হয়ে খেলেছেন ৬৬ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস। বিপিএলে রানে ফিরেই সমালোচকদের শালীন হওয়ার অনুরোধ করলেন টিম বাংলাদেশের এই ক্রিকেটার ।
জাতীয় দলের রান খরা কাটিয়ে, সাম্প্রতিক সময়ে বিপিএলে ব্যাটিং দিয়ে নজর কেড়েছেন শান্ত। গেল টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তিনি।বিপিএলে এখন পর্যন্ত তৃতীয় সর্বাচ্চ রানও তার। দলের জয়ে নিয়মিত বড় ইনিংস খেলে অবদান রাখছেন, সিলেট স্ট্রাইকার্সের এই ওপেনার। রানে ফেরার পরেই নিজের সমালোচকদের নিয়ে মুখ খুললেন তিনি। শান্ত জানালেন, মানুষের কুরুচিপূর্ণ কথার কারণে মানসিকভাবে হতাশ হয়ে পড়েন তিনি।
অবশ্য নিজেকে নিয়ে সমালোচনা মেনে নিতে রাজি শান্ত। তবে চান, সমালোচনাটা যেন গঠনমূলক পর্যায়ে থাকে। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ” আপনার অবশ্যই আমাকে নিয়ে সমালোচনা করতে পারেন। আমি সমালোচনার উর্ধ্বে নই। তবে সমালোচনাটা গঠনমূলক হওয়া চাই। আরেকটু শালীনভাবে কথা বলা যায়। তাহলে বিষয়টি আমার জন্য ভালো হতো। আমার পরিবারের জন্য অনেকটা স্বস্তির হতো। “
পারফরম্যান্সটা ঠিকঠাক না হলেও, নিজের চেষ্টার কমতি রাখেন না বলে জানান শান্ত। টাইগার ব্যাটসম্যান আরো বলেন, ” আমি সবসময় হার্ডওয়ার্ক করি। অনুশীলনে সময় ব্যয় করি। এটা হয়তো সবাই দেখেনা, জানেও না। এজন্য মাঠের পারফরম্যান্স খারাপ হলে সবাই সমালোচনা করে। আসলে এটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না। তবে আমি চাই, মানুষ একটু হলেও জেনে এবং বুঝে কথা বলুক। আমি পরিশ্রমে ফাকি দেইনা। সব সময় দলের হয়ে অবদান রাখতে চাই। “
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের কুরুচিপূর্ণ মন্তব্যগুলো তাকেও স্পর্শ করে বলে জানান শান্ত। এমনকি এই মন্তব্যগুলো তাকে যত স্পর্শ করে, তারচেয়ে বেশি তার পরিবারের সদস্যদের করে বলেও জানান তিনি। রাস্তায় তাদের বিব্রতকর অবস্থায়ও পড়ে যেতে হয় বলেও জানান শান্ত। অবশ্য বর্তমানে বিপিএলের এই ফর্ম জাতীয় দলে টেনে নিতে পারলে নিজের জন্য যেমন স্বস্তির, তেমনি দলের জন্যও বেশ উপকারী হয়ে উঠবেন শান্ত।