আইপিএল, বিপিএল, বিগব্যাশ লিগগুলো একদিকে যেমন তারকা ক্রিকেটারদের মিলন মেলা, অন্যদিকে তরুণ ক্রিকেটারদের জন্য নিজেদের মেলে ধরারও দারুণ সুযোগ। বিপিএলের চলতি আসরেও দেখা যাচ্ছে একঝাঁক তরুণ ক্রিকেটারদের দারুন পারফরম্যান্স । প্রতিভার ঝলক দেখিয়ে নজরে আসছেন অনেকেই। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই দারুণ প্রতিভাবান তৌহিদ হৃদয়। বিপিএলের চলতি আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে দারুণ পারফর্ম করছেন তিনি। সিলেটের কোচও এবার মনে করছেন, জাতীয় দলের জন্য এবার হৃদয়কে বিবেচনা করা উচিৎ।
বিপিএলে ভালো করলে জাতীয় দলের দরজা খুলতে বেশি সময় লাগে না। তরুণ ক্রিকেটাররাও তাই এই সুযোগটা ভালো ভাবেই কাজে লাগাতে চান। সিলেট স্ট্রাইকার্সের হয়ে হৃদয় দারুণ শুরু করেছিলেন। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে তার ভূমিকা ছিল অনেক বেশি। মাঝে অবশ্য চোটের কবলে পড়তে হয়েছিল তাকে। কিন্তু চোট কাটিয়ে আবার একটু সময় নিয়ে হলেও চেনা ছন্দে ফিরেছেন হৃদয়। যে কারণে জাতীয় দলে তার জায়গা নিয়ে ইতিবাচক চিন্তা করছেন সিলেট স্ট্রাইকার্সের কোচ রাজিন সালেহ।
দুর্দান্ত ফর্মে থাকা হৃদয়কে নিয়ে রাজিন সালেহ বলেন, ” চলতি বিপিএলে হৃদয় দারুণ পারফরম্যান্স করছে। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ও। এবারের আসরে তার ব্যাট থেকে চারটি হাফ সেঞ্চুরি এসেছে। পারফরম্যান্সের দিকে তাকালেই বোঝা যায়, সে দুর্দান্ত ফর্মে আছে। আর যেহেতু সে ভালো ফর্মে আছে, ভালো টাচে আছে, ওকে নিয়ে জাতীয় দলের এবার চিন্তা ভাবনা করা উচিৎ। নিজের ওপর বিশ্বাস আছে ওর। আর কোচ হিসেবে আমিও আত্মবিশ্বাসী যে ও ভালো কিছু করতে পারবে। জাতীয় দলে সুযোগ পেলে ও নিজেকে আরও মেলে ধরতে পারবে বলে আমি বিশ্বাস করি। “
বিপিএলের মাঝে আঙুলে চোট পেয়ে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান হৃদয়। ছন্দে থাকার মাঝে তাল কাটার কারণে ছন্দ ফিরে পেতে একটু সময় লেগেছে তার। দুই সপ্তাহ পর মাঠে ফিরে মাঝে তিন ম্যাচ তেমন কিছু করতে পারেননি। তবে সর্বশেষ ম্যাচে আবার জ্বলে উঠেছেন এই তরুণ। খুলনা টাইগার্সের বিপক্ষে ৭৪ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। সব মিলিয়ে বিপিএলের চলতি আসরে ৮ ম্যাচ খেলেছেন হৃদয়। এই ৮ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৮৮ রান। তার স্ট্রাইক রেট দেড়শোর উপরে।
উল্লেখ্য, আগামী মার্চে বাংলাদেশ সফর করবে ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি – টোয়েন্টি খেলতে ঢাকায় আসবে ইংলিশরা। এদিকে ইংলিশদের দল ঘোষণায়ও দেখা গেছে চমক। বাংলাদেশের বিপক্ষে তাদের ঘোষিত দলে থাকছে নতুন দুই মুখ। রেহান আহমেদ এবং টিম অ্যাবেল। রেহান এর আগে টেস্ট ক্রিকেটে খেললেও অ্যাবেল একেবারেই নতুন মুখ। এবার বিপিএলে ছন্দে থাকা তৌহিদ হৃদয়কেও যদি ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে রাখা হয় অবাক হওয়ার তেমন কিছুই থাকবে না।