BJ Sports – Cricket Prediction, Live Score

বিপিএলে কুমিল্লা দলের শক্তি বাড়ালেন মঈন

বিপিএলে কুমিল্লা দলের শক্তি বাড়ালেন মঈন

Moeen increased the strength of the Comilla team in BPL

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে, শুরু থেকে চোখে পড়েনি তেমন কোনো বিদেশি তারকা। যারা মাঠ মাতিয়েছেন, তাদের বেশিরভাগই কেবল পাকিস্তানি ক্রিকেটাররা। তবে শেষদিকে এসে জমে উঠতে শুরু করেছে, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টিটোয়েন্টি টুর্নামেন্ট। নিজেদের শক্তি বাড়াতে মঈন আলিকে ইংল্যান্ড থেকে উড়িয়ে এনেছে, শেষ চারে জায়গা করে নেওয়া বর্তমান চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শেষ চারে জায়গা পাওয়া প্রতিটি দলই এখন পাল্লা দিয়ে বিদেশি তারকা নিয়ে আসছে। তারমধ্যে কুমিল্লার হয়ে খেলতে, ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন মঈন। ইংল্যান্ডের তারকা এই অলরাউন্ডারের দলের সঙ্গে যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করেছে, কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। নিজেদের ফেইসবুক পেইজে একটি পোস্ট করে, মঈনকে দলের সঙ্গে স্বাগত জানিয়েছে শিরোপা প্রত্যাশীরা।

ফেইসবুক পোস্টে মঈনের একটি ছবি প্রকাশ করেছে কুমিল্লা। সেই ছবির ক্যাপশনে তারা লিখেছে, ” ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন, সারাবিশ্বে টিটোয়েন্টি ক্রিকেটের জন্য একজন পরীক্ষিত ক্রিকেটার। আসরের বাকি ম্যাচগুলোতে কুমিল্লার হয়ে খেলবেন তিনি। ইতোমধ্যে হোটেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আমরা তাকে স্বাগত জানাই। দলে যোগ দিতে পেরে মঈনও বেশ খুশি।

গত আসরেও কুমিল্লার হয়ে খেলেছেন মঈন। সেবার মোট ৭টি ম্যাচ খেলে, ব্যাটেবলে ছন্দময় পারফরম্যান্স করেছেন তিনি। ব্যাট হাতে ২২৫ রান করার পাশাপাশি, বল হাতে শিকার করেছেন উইকেট। বিশেষ করে মিডল অর্ডারে মারকুটে ব্যাটিংয়ে, দলকে সাহায্য করেন তারকা এই অলরাউন্ডার। সেই আসরে কুমিল্লা দলের শিরোপা জয়ে, বড় ভূমিকা রেখেছে মঈনের অলরাউন্ড পারফরম্যান্স।

এদিকে মঈনের আগে আরো দুজন টিটোয়েন্টি বিশেষজ্ঞ খেলোয়াড় নিয়ে এসেছে কুমিল্লা। আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইন ইতোমধ্যে দলটির হয়ে ম্যাচও খেলে ফেলেছেন। শেষ চারের ম্যাচেও দেখা যাবে তাদের। জানা গেছে, কুমিল্লার হয়ে খেলতে আসছেন ফাফ ডু প্লেসিসও। সেক্ষেত্রে কাকে রেখে কাকে একাদশে খেলাবেন, তা নিয়েও মধুর সমস্যায় পড়তে পারে দলটি। কারণ, ম্যাচে বিদেশি ক্রিকেটার  খেলানো যায় সর্বোচ্চ জন।

Exit mobile version