Skip to main content

বিপিএলে আলো ছড়িয়ে উড়ছেন তাসকিন

বিপিএলে আলো ছড়িয়ে উড়ছেন তাসকিন

ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা তাসকিন আহমেদ এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন ঢাকা ডমিনেটর্সের হয়ে। আর এই টুর্নামেন্টেও বল হাতে নিজের সেরা রূপ দেখিয়ে চলেছেন ডানহাতি পেসার। তবে ব্যক্তিগত সাফল্যের পরেও দলীয় ব্যর্থতায় হতাশ হতে হচ্ছে তাসকিনকে। তবে সেই হতাশা থেকে ঘুরে দাঁড়িয়ে,  নিজের দলকেও জয়ের স্বাদ এনে দিয়েছেন এই তারকা।

খুলনা টাইগার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে, আসরে নিজেদের প্রথম জয় পেয়েছে ঢাকা। লো স্কোরিং ম্যাচেও বল হাতে আগুন ঝরান তাসকিন। এই পেসার ৯ রান দিয়ে শিকার করেন ৪টি উইকেট। আর তাতে ফলাফলটাও যায় নিজেদের পক্ষে। খুলনাকে ১০৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে, ২৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা। ম্যাচসেরার পুরস্কার ওঠে তাসকিনের হাতে।

দলকে জেতানোর পর এক সাক্ষাৎকারে  তাসকিন জানান, বোলিংয়ে তার সাফল্যের রহস্য। ঢাকার পেসার বলেন, ” একজন ক্রিকেটার হিসেবে আমার সেরাটা দেখানোর জায়গা বাইশ গজ। সব গ্ল্যামার এখানে ছড়াতে চাই। আমি কঠোর পরিশ্রম আর নিজের প্রক্রিয়ায় থাকার চেষ্টা করি। প্রতিটি ম্যাচেই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামি। আমি আমার কাজের প্রতি সৎ। আর এজন্য আল্লাহ যেকোনো দিন সাফল্য দিতে পারেন। “

নিজের খেলা নিয়ে তাসকিন আরো বলেন, ” আমি সবসময় উন্নতির চেষ্টা করি। আমি মনে করি, শেখার কোনো শেষ নেই। আগে হয়তো ফিল্ডিংয়ে অনেক দুর্বলতা ছিল। এখন সেখান থেকে কিছুটা ভালো হচ্ছে। আসলে আমি ব্যর্থতার ভয় নিয়ে মাঠে নামি না। যখন খেলার সুযোগ পাই, সামর্থ্যের সবটুকু ঢেলে দিতে চাই। হয়তো কখনো ভালো হয়, আবার কখনো খারাপ। তবে ভাগ্য তো আর আমার হাতে না। “

এদিকে বছর খানেক ধরেই ধারাবাহিকভাবে ভালো বোলিং করে যাচ্ছেন তাসকিন। জাতীয় দলের জার্সিতে যেমন নিজেকে সেরা পেসার প্রমাণ করেছেন, তেমনি ঘরোয়া লিগেও চলছে তার রাজত্ব। বাইশ গজে নিখুঁত লাইন লেন্থ আর গতির ঝড় তুলে, ব্যাটসম্যানদের কুপোকাত করছেন তিনি। বিপিএলে টুর্নামেন্টের শেষ পর্যন্ত দলের পারফরম্যান্স যেমনই হোক, নিজের সেরাটা দেখাতে চান তাসকিন।

আরো আজকের ট্রেন্ডিং

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...

SA20 2023-এর সেরা ৫ বোলার: ইয়র্কার থেকে হ্যাটট্রিকের গল্প

SA20 2023-এর প্রথম আসর উপহার দিয়েছে শ্বাসরুদ্ধকর ম্যাচ, রোমাঞ্চকর ক্রিকেট এবং অনেক তারকা-খচিত পারফরম্যান্স। ব্যাটসম্যানরা ঝড়ো ব্যাটিং দিয়ে শিরোনাম দখল করলেও, প্রতিযোগিতার প্রকৃত নায়ক ছিলেন বোলাররা। তাঁদের নিখুঁত দক্ষতা, কৌশল...

বিপিএল ২০২৫: ফরচুন বরিশাল কি শিরোপা ধরে রাখতে পারবে?

সময় যত যাচ্ছে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) বিপিএল ২০২৫ নিয়ে উচ্ছ্বাস বাড়ছে। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, ফরচুন বরিশাল কি তাদের শিরোপা সফলভাবে ধরে রাখতে পারবে কি না? বিপিএল ২০২৪ -এ...

SA20 2023-এর সেরা ৫ ব্যাটসম্যান: ব্যাট হাতে গেম-চেঞ্জাররা

SA20 2023-এর সেরা ৫ ব্যাটসম্যান ব্যাট হাতে গেম-চেঞ্জাররা! SA20 2023-এর উদ্বোধনী আসরটি ক্রিকেটের এক দারুণ উৎসব ছিল, যেখানে উত্তেজনাপূর্ণ ম্যাচ, অসাধারণ পারফরম্যান্স এবং রুদ্ধশ্বাস মুহূর্তে ভরপুর ছিল। এই প্রতিযোগিতার অসংখ্য...