৬ জানুয়ারি পর্দা উঠছে বিপিএলের নবম আসরের। ইতোমধ্যেই অংশগ্রহনকারী দলগুলোর অধিনায়কও ঘোষণা করা হয়েছে। বিপিএলে প্রথমবারের মতো এবার অধিনায়ক হলেন বাংলাদেশের তরুণ উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। তাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে রংপুর রাইডার্স। তবে অধিনায়ক হোক কিংবা না হোক খেলার সময় দলের ওপরেই ফোকাস থাকে বলে জানান সোহান।
দায়িত্ব পেয়ে সোহান বলেন, ” বিপিএলে সব দলেই ভালো খেলতে চায়। শিরোপার লড়াইয়ের জন্য আমাদের দলটিও অনেক তরুণ ও ভারসাম্যপূর্ণ। আমরা যদি আমাদের জায়গা থেকে নিজেদের সর্বোচ্চটা দিতে পারি, একটি দল হয়ে উঠতে পারি, অবশ্যই ভালো কিছু আশা করব। দলে যারা আছে তাদের জন্য বিপিএল নিজেকে প্রমানের দারুন এক সুযোগ। আমরা যদি সবাই মাঠে নিজের সেরাটা দিতে পারি তাহলে শিরোপা জিততে পারি। “
সোহান আরও বলেন, ” মাঠে আমরা যখন খেলি তখন আমার ব্যক্তিগত কোনো লক্ষ্য থাকে না, দলের কথাই ভাবি। দল না জিতলে ব্যক্তিগত পারফরম্যান্স এর কোন মূল্য নেই। অধিনায়কত্ব করি কিংবা না করি দলের ওপরই সব সময় ফোকাস থাকে আমার। আমার জন্য দলে যে মূল্যবান জায়গা থাকবে, ওই জায়গায় পারফর্ম করতে চাই, দলের বোঝা হতে চাইনা। নিজের সর্বোচ্চটুকু দিয়ে দলের জয়ে ভূমিকা রাখতে চাই “
বিপিএলে নেতৃত্ব দেওয়া কতটা চ্যালেঞ্জিং সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সোহান আরো বলেন, ” জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই চ্যালেঞ্জ । ক্রিকেট হোক বা অন্য যেকোনো পেশায় চ্যালেঞ্জ থাকবে, এটা মেনে নিয়েই কাজ করতে হবে। চ্যালেঞ্জ কে কীভাবে নিচ্ছে, এটা যার যার ব্যক্তিগত বিষয় ।তবে যত চ্যালেঞ্জই আসুক আমি সবসময় চ্যালেঞ্জ উপভোগ করি। অবশ্যই নিজের জায়গা থেকে সেরাটা দিতে পারব আমি আশাবাদী । “
উল্লেখ্য, এবছরই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের তরুণ এই ক্রিকেটার। আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি। এই আসরে অংশগ্রহণ করবে মোট ৭ টি দল। দেখা যাক এবারের আসরে কোন দলের মাথায় ওঠে মুকুট। তবে সোহান জানিয়েছেন এবারের বিপিএলে তার দলও শিরোপার জন্য লড়বে নিজেদের সর্বোচ্চটুকু দিয়েই।