আসছে জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর। এই সময়ে অনুষ্ঠিত হবে বিগ ব্যাশ, আরব আমিরাত লিগ এবং দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি লিগ। ফলে তারকা ক্রিকেটারদের দলে পেতে সমস্যায় পড়বে বিপিএলের দলগুলো। তাই তো আলোচনা চলছে, ক্রিকেটাররা বিপিএল ছেড়ে বিদেশী লিগে যেতে চাইলে, কি সিদ্ধান্ত দেবে বোর্ড?
এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘শুধু আমাদের দেশের কথা না, প্রত্যেকটা সদস্য দেশের মধ্যে একটা বোঝাপড়া আছে। এনওসির বিষয় আছে। এ বিষয়গুলো সবাই মেনে চলে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, নিজের দেশের একটি প্রতিযোগিতা রেখে কেউ অন্য দেশে খেলতে যাবেনা।‘
সুজন আরো বলেন, ‘আমাদেরও একটা জিনিস মাথায় রাখতে হবে , অন্য দেশগুলো টি–টোয়েন্টি লিগ চালুর জন্য একটা উইন্ডো খুঁজছে। এই সময়ে যদি অন্য কোনো দেশের উইন্ডো পড়ে যায়, তাহলে সবাই সাফার করবে। এমন না যে, শুধু আমরাই সাফার করবো। আমাদের ২ – ৩ জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের যদি সেখানে খেলার সুযোগ থাকে, সে কিন্তু খেলছে না। আমাদের ঘরোয়া লিগে খেলছে।‘
ক্রিকেটারদের উদ্দেশ্য করে সুজন আরো বলেন, ‘আমি নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করতে চাই না। তবে বাইরে থেকে এখানে যদি কোনো বিদেশি ক্রিকেটার আসে, তারা যদি খেলতে চায় খেলবে। আবার আমাদের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় যদি বাইরে খেলে, তাদেরও কিন্তু মিস করব। তো এটা যে শুধু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, বিষয়টা কিন্তু মোটেই এমন নয়।‘