বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিতর্ক যেন থামছেই না। আম্পায়ারদের একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে, সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ক্রিকেট পাড়ায়। কয়েকদিন আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান জাকের আলিকে ভুল এলবিডব্লিউ দিয়েছেন থার্ড আম্পায়ার। অবশ্য তার প্রতিবাদ জানিয়ে, শাস্তির মুখে পড়লেন দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
ম্যাচের পর আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সালাউদ্দিন। কুমিল্লার কোচের মতে, এভাবে লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করা বলে কোনোভাবেই এলবিডব্লিউ হতে পারে না। কিন্তু সেই বলকেও বিপক্ষ দলের আবেদনে সাড়া দিয়ে, আউট দিয়ে দেন আম্পায়াররা। আর তাতেই ক্ষুব্ধ হয়ে সালাউদ্দিন বলেন, ” আমাদের তো হাত – পা বাঁধা। এসব নিয়ে কথা বলতে গেলে নিষিদ্ধ করা হবে। “
একইসাথে ডিআরএস এর বদলে ব্যবহার করা এডিআরএসের সমালোচনা করে সালাউদ্দিন আরো বলেন, ” জাকেরের বলটি লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে। যেটা খালি চোখে স্পষ্ট দেখা যায়। কিন্তু সেখানেও থার্ড আম্পায়ার আউট দিয়ে দিচ্ছেন। এমন হলে, আসলে আমাদের কিছু করার নেই। এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো। তারচেয়ে বরং অনফিল্ড আম্পায়ার সিদ্ধান্ত দিয়ে দেওয়াই ভালো। “
অবশ্য সালাউদ্দিন যেমনটি বলেছেন, হয়েছেও তাই। শেষ পর্যন্ত শাস্তির কবল থেকে বাঁচতে পারলেন না তিনি। শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুমিল্লার কোচকে শাস্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সালাউদ্দিনকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। একইসাথে তার নামের পাশে যুক্ত করা হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট।
অবশ্য বিসিবি জানাচ্ছে ভিন্ন কথা। বিপিএলের প্লেয়িং কন্ডিশনে পরিবর্তন এনেছেন তারা। ম্যাচশেষে জাকেরের আউট নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে বিসিবি। যেখানে তারা জানায়, তাদের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী আম্পায়ার সঠিক সিদ্ধান্তই দিয়েছেন। যদিও এখানেও আছে বিতর্কের জায়গা। নতুন এই প্লেয়িং কন্ডিশন সম্পর্কে খেলোয়াড় এবং কোচদের কেউই জানতেন না।