দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছে বিপিএল। প্লে অফ থেকে বিদায় নিয়েছে সাকিবের ফরচুন বরিশাল। কিন্তু তারপরেও বিপিএলের মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার সাকিব আল হাসান। ব্যক্তিগত অর্জনে তার ধারেকাছে নেই জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের কেউই। শীর্ষ দশের তালিকায় ৭৬৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের এই ক্রিকেট ‘ মেগাস্টার ‘ আছেন সবার উপরে।
জাতীয় দল হোক বা ফ্র্যাঞ্চাইজি লিগ, সব জায়গাতেই যেন একক আধিপত্য বিস্তার করেছেন সাকিব আল হাসান। মাঠের অনুশীলনে তাকে খুব একটা দেখা যায় না। যদিও আসেন, প্রাকটিসে খুব বেশি যে ঘাম জড়ান ব্যাপারটা তেমন নয়। তবুও যেন কি এক জাদুবলে মাঠের পারফরম্যান্সে সাকিবের নেই কোনো ঘাটতি। মাঠে নেমে ব্যাটে বলে ঠিকই দেখিয়ে দেন তার ক্রিকেটীয় ক্ষমতা। এবারের বিপিএলেও দেখিয়ে দিলেন সেটাই। সাকিবের যে রেটিং পয়েন্ট সেটার ধারেকাছেও নেই কেউ।
বিপিএল শুরুর আগেই বিতর্কে জড়িয়েছিলেন বাংলাদেশের এই পোস্টার বয়। বিপিএলের সমালোচনা করে রীতিমতো সংবাদ শিরোনামেও এসেছিলেন তিনি। কিন্তু মাঠের পারফরম্যান্সে তার কোনো প্রভাব পড়েনি। সাকিবের পর শীর্ষ দশের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ঢাকা ডমিনেটর্সের নাসির হোসেন। যদিও দলকে বেশি দূরে নিতে পারেননি। জাতীয় দলে সর্বশেষ খেলেছেন বেশ কয়েক বছর আগে। ক্রিকেট ক্যারিয়ারে তিনি অবশ্য ক্রিকেটের থেকেও ব্যক্তিগত জীবন নিয়েই সংবাদ শিরোনামে বেশি এসেছেন। অনেক দিন পর বিপিএলে দারুন ছন্দে ছিলেন এক সময়ের টিম বাংলাদেশের ফিনিশার। নাসিরের এই পারফরম্যান্স তাই অনেকটা চমকে দিয়েছে ক্রিকেট সমর্থকদের।
মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের তালিকায় সাকিব এবং নাসির ছাড়া আর নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। তবে সেরা দশে আছেন আর চারজন। তাদের মধ্যে তৌহিদ হৃদয়, রনি আছেন। যেখানে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই হৃদয়ের। শীর্ষ দশের বাইরে আছেন লিটন দাস, তাসকিন আহমেদ। ঢাকা ডমিনেটর্সের তাসকিন আহমেদ আছেন ১৩ তম নম্বরে এবং ১৪ তম নম্বরে আছেন লিটন দাস।
উল্লেখ্য, বিপিএল শেষ করে সাকিবের নজর এবার আইপিএলে। দীর্ঘদিন ধরেই আইপিএলের নিয়মিত মুখ তিনি। তার আগের দল কলকাতা নাইট রাইডার্সই আবার দলে ভিড়িয়েছে তাকে। তবে সাকিবের সঙ্গে আইপিএলে এবার নতুন মুখ লিটন দাস। প্রথমবারের মতো আইপিএলে খেলতে যাচ্ছেন বাংলাদেশের এই ব্যাটার। সাকিবের সঙ্গে কেকেআরের হয়েই মাঠ মাতাবেন লিটন। বিপিএলের পর তাদের সামনে এবার আইপিএলে আলো ছড়ানোর সুযোগ। দেখা যাক সেখানে কেমন করেন সাকিব।