বিশ্বের টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মধ্যে আইপিএল অন্যতম। গোটা বিশ্বে এর জনপ্রিয়তার কমতি নেই। ভারত সহ সমগ্র বিশ্বের ক্রিকেটপ্রেমিরা মুখিয়ে থাকে টি – টোয়েন্টি ফরম্যাটের এই লিগটি উপভোগ করার জন্য। এবার ক্রিকেটপ্রেমিদের সুখবর দিল আইপিএল। আইপিএল দেখার জন্য এখন আর টাকা খরচ করতে হবে না। বিনামূল্যে দেখা যাবে এবারের আসরটি ।
২০২৩ থেকে ২০২৮ সাল পর্যন্ত আইপিএলের সম্প্রচার সত্ত্ব পেয়েছে ভায়াকম ১৮। সে হিসেবে এবার অনলাইনে আইপিএল দেখানো হবে জিও সিনেমাতে। আর আইপিএলের আসন্ন আসরে উন্নতি করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সংস্থাটি। আইপিএলে এবার ফিফা বিশ্বকাপের প্রযুক্তির স্বাদ দিতে চাইছে সংস্থাটির কর্তারা। সংস্থাটির পক্ষ থেকে ফিফা বিশ্বকাপের মতো ‘ ফোর কে ‘ তে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। আর ফিফা বিশ্বকাপের মতো অভিজ্ঞতা দিতে স্পোর্টস ১৮ তে এবার আইপিএল দেখা যাবে বিনামূল্যে।
এদিকে স্টার এতদিন আইপিএল দেখাতো টাকার বিনিময়ে। যদিও টেলিভিশন স্বত্ত্বটা স্টারের হাতেই আছে। কিন্তু এতেও যে স্টার বড়সড় ধাক্কা খাচ্ছে তা বোঝাই যাচ্ছে। আইপিএল দর্শকদের সুখবর দিয়ে এই বার্তাটি দেওয়া হয়েছে স্পোর্টস ১৮ এর পক্ষ থেকে। এর আগে আইপিএল দেখা যেত সর্বোচ্চ ১০৮০ পিক্সেলে। কিন্তু স্পোর্টস ১৮ এর পক্ষ থেকে বিসিসিআইকে জানানো হয়েছে, ‘ ফোর কে ‘ তে তারা আইপিএল দেখাতে চায়। যা ১০৮০ পিক্সেলের তুলনায় চারগুন ভালো মানের। আর বিসিসিআইও স্পোর্টস ১৮ এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
সর্বশেষ ফিফা বিশ্বকাপ তারা ‘ ফোর কে ‘ তে দেখিয়েছিল। আর এটা ছিল প্রযুক্তির একটা বড় ব্যবহার। আইপিএলের ওই সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ” প্রযুক্তি নিয়মিতই আমাদেরকে নতুন কিছু শেখায়। আর এবারের ফিফা আমাদের কাছে একটা বড় শিক্ষা ছিল। গত দুই মাসে আমরা অনেক কাজ করেছি। প্রযুক্তিগত উন্নয়নের চেষ্টা করেছি। এর সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। আর আমরা এবার আইপিএলে উচ্চমানের সম্প্রচার করতে চলেছি। যেখানে প্রযুক্তির সর্বোচ্চ স্বাদ অনুভব করবে ক্রিকেটপ্রেমীরা। ”
ক্রিকেটপ্রেমিদের আরও সুখবর দিয়েছে সংস্থাটি। সংবাদ সূত্রে জানা যায়, জিও সিনেমাতে ১৬ – ১৭ টি ভাষায় সম্প্রচার করা হবে এবারের আইপিএল। যেখানে বাংলা, তামিল, তেলেগুর মতো বেশ কয়েকটি ভাষায় উপভোগ করা যাবে এবারের আসরটি। যে সুযোগ এর আগে ছিল না। ভায়াকম ১৮ এর পক্ষ থেকে জানানো হয়, ” আমরা আইপিএলকে আরও জনপ্রিয় করে তুলতে চাইছি। এটিকে লোকাল করতে চাইছি যাতে সকলের কাছে এটি পৌঁছে যায়। এটি যাতে সবার মায়ের ভাষায় হয় এবং সবাই উপভোগ করতে পারে, আমারা সেটা নিশ্চিত করতে চাই। “
উল্লেখ্য, এই মৌসুমের আইপিএলের পর্দা উঠবে আগামী ২৫ মার্চ। আসরটিতে খেলবে মোট ১০ টি দল। ম্যাচ হবে ৭৪ টি। ২৮ মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আইপিএলের ষোড়শ আসরের।