Skip to main content

বিদেশি কোচ পাকিস্তানের দায়িত্ব নিতে চায়না : ওয়াসিম আকরাম

বিদেশি কোচ পাকিস্তানের দায়িত্ব নিতে চায়না : ওয়াসিম আকরাম

নাজাম শেঠি পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব পাওয়ার পর পাকিস্তান ক্রিকেটের অনেক কিছুই পরিবর্তন করেছেন। পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের জন্য এবার নতুন কোচও খুঁজছে নাজাম শেঠির নতুন বোর্ড। তারা এবার চাইছে বিদেশি কোনো কোচ নিয়োগ দিতে। কিন্তু  পাকিস্তান দলের কোচিংয়ের দায়িত্বে আসতে চাচ্ছেন না কোনো বিদেশি কোচ, এমনটাই দাবি করেছেন  পাকিস্তানের সবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।

পাকিস্তানের কোচ হিসেবে শোনা যাচ্ছিল মিকি আর্থারের নাম। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি করতে রাজি হয়নি মিকি আর্থার। কয়েকজন তো নিজে থেকে আগেই জানিয়ে দিয়েছেন তারা পাকিস্তানের কোচ হতে চান না। অ্যান্ডি ফ্লাওয়ার, টম মুন্ডি তাদের মধ্যে অন্যতম। তবে ঠিক কেন পাকিস্তানের কোচ হতে চাননা বিদেশিরা? এই প্রশ্নের উত্তর দিলেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। 

পাকিস্তানি এই কিংবদন্তি বলেন , ” অনেক দিন থেকেই শুনছি পাকিস্তানের জন্য নতুন কোচ নিয়োগ দেয়া হবে। তবে  সত্যটা হচ্ছে বিদেশিরা পাকিস্তানের কোচ হয়ে  আসতে চান না। তারা মনে করেন, পিসিবিতে নতুন কমিটি এলেই তাদের চুক্তি বাতিল হয়ে যাবেতাদের ভরসার জায়গা কম তারা পাকিস্তানের  কোচ হওয়া  নিয়ে তাই ভয় পায়। বিদেশিরা এখানে আসবেন না। যদি বিদেশি কোচ না পাওয়া যায়, তাহলে পাকিস্তানি কোচ দিয়েই চালানো উচিত।কারন আমাদের হাতে বিকল্প নেই।  “

সংবাদ সূত্রে জানা যায়, পাকিস্তানের কোচ হওয়ার ক্ষেত্রে চুক্তি বাড়ানো নিয়ে নিশ্চয়তা থাকে না। বোর্ড এক্ষেত্রে কোনো নিশ্চয়তা দিতে পারে না। মিকি আর্থারের সঙ্গে ঘটেছে এমনই ঘটনা। শেঠির সঙ্গে কোচিং বিষয়ক আলোচনা করার সময় নিজের অতীতের তিক্ত অভিজ্ঞতাই তুলে ধরেন আর্থার। ২০১৯ বিশ্বকাপের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের চুক্তির মেয়াদ বাড়ানোর কথা বললেও শেষ পর্যন্ত বাড়ায়নি। চুক্তি না বাড়িয়েই বিদায় দেওয়া হয় তাকে। 

ইংলিশ কাউন্টি দল ডার্বিশায়ারের সঙ্গে চুক্তিতে আছেন আর্থার। আর এই চুক্তি বাতিল করেই পাকিস্তানের সঙ্গে চুক্তিতে আসতে হবে তার। কিন্তু তিনি যে ডার্বিশায়ারের সঙ্গে চুক্তি বাতিল করে পাকিস্তানের কোচিংয়ে আসবেন, ভবিষ্যতে তার চুক্তি নিরাপদ থাকবে কি না এটাই ভাবছেন আর্থার। পাকিস্তান ক্রিকেট বোর্ড পরিবর্তনশীল হওয়ায় এই নিশ্চয়তা তাকে কেউ দিতে পারছে না। যে কারণে পাকিস্তানের কোচ হতে এক প্রকার ভয়ই পাচ্ছেন বিদেশি এই কোচ।

আরো আজকের ট্রেন্ডিং

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: র‌্যাঙ্কিং সেরা বোলিং লাইন আপ

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ক্রমাগতভাবে ক্রিকেটের সেরা বোলিং প্রতিভা দেখায়। বোলাররা প্রায়শই টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল নিয়ন্ত্রণ করে, তাদের নির্ভুলতা এবং কৌশল দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেয়। ২০২৪-২৫ মৌসুমও এর ব্যতিক্রম...

বিপিএল টিকিটের মূল্য এবং অনলাইন বুকিং প্রক্রিয়া ২০২৫: একটি সম্পূর্ণ নির্দেশিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২০২৫) আবারও ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করতে প্রস্তুত হয়ে উঠেছে। এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি বাংলাদেশে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ম্যাচগুলো আয়োজন করা হবে...

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...