বেজে গেছে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের দামামা । দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। এশিয়া কাপে অংশ নিতে সাকিব আল হাসানের নেতৃত্বে ঢাকা ত্যাগ করল টিম বাংলাদেশ।
মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকর্মী এবং ভক্ত-সমর্থকদের উপস্থিতিতে ভরে ওঠে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এশিয়া কাপ খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়া বাংলাদেশ ক্রিকেট দলকে দেখতেই মূলত সমর্থকদের এই ভিড়। দুপুরের পর থেকে একে একে আসতে শুরু করেন ক্রিকেটাররাও।
বিমানবন্দরের টার্মিনাল টু এর বিজনেস ক্লাস গেইট দিয়ে প্রবেশ করতে দেখা যায় টাইগারদের। তবে দেখা মিলছিল না অধিনায়ক সাকিব আল হাসানের। পরে জানা যায়, গণমাধ্যমের ক্যামেরার লেন্স ফাঁকি দিতেই ভিআইপি গেইট দিয়ে প্রবেশ করেন তিনি। এই খবর জানাজানি হতেই জমে যায় উপচে পড়া ভীড়।
এদিকে দলের সঙ্গে আমিরাতের ফ্লাইটে চড়তে পারেননি এনামুল হক বিজয় এবং তাসকিন আহমেদ। মূলত ভিসা জটিলতার কারণেই দলের সঙ্গে যেতে পারেননি তারা। তবে বুধবার দেশ ছাড়ার কথা রয়েছে দুজনের। একই সমস্যায় পড়েছেন টিম বয় বুলবুল। তিনিও বুধবারের ফ্লাইটে উঠবেন বিজয়-তাসকিনের সঙ্গে।
এদিকে চলতি মাসের ২৭ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে মোট ছয়টি দল। ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গী পাকিস্তান। ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, শ্রীলংকা এবং আফগানিস্তান।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলংকা এবং আফগানিস্তান। তবে এশিয়া কাপের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে পর্দা ওঠার একদিন পরেই, ২৮ আগস্ট। বাইশ গজের ময়দানি লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। অপরদিকে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, আফগানিস্তানের বিপক্ষে।