Skip to main content

বিজয়কে নিজের প্রতিদ্বন্দ্বী মানতে নারাজ মুনিম শাহরিয়ার

Bijoy and Munim both played in the opening position.

Bijoy and Munim both played in the opening position.

দেশের ঘরোয়া ক্রিকেটের মেগা আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সর্বশেষ আসর থেকেই উত্থান ঘটে টাইগারদের বিধ্বংসী ওপেনার মুনিম শাহরিয়ার। জায়গায় দাঁড়িয়ে বড় বড় বাউন্ডারি হাঁকানোর ঘটনা বেশিরভাগ সময় ক্যারিবিনদেরই দেখা যায়। সেদিক বিবেচনায় বড় বড় বাউন্ডারি হাঁকিয়ে রীতিমতো হইচই ফেলে দেন মুনিম।

ফলস্বরূপ টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য জাতীয় দলে ডাক পড়ে তার। আফগানিস্তান সিরিজের পর এবার আছেন উইন্ডিজ সিরিজের স্কোয়াডেও। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের ফলস্বরূপ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন এনামুল হক বিজয়ও।

বিজয় এবং মুনিম দু’জনেই খেলেন ওপেনিং পজিশনে। দু’জনেই এই পজিশনে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তাই উইন্ডিজদের বিপক্ষে লিটন দাসের সঙ্গী হিসেবে কাকে নামানো হবে সেটা বেশ দ্বিধাদ্বন্দেই পড়তে হবে টিম ম্যানেজমেন্টকে। এমন অবস্থায় মুনিম নিজে কি ভাবছেন?

বিজয়কে কি নিজের প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কে আছেন, ওটাতো আমি জানি না। আমি শুধু জানি, আমার নিজের যদি সুযোগ আসে তাহলে কাজে লাগানোর চেষ্টা করবো। আমি শুধু আমার প্রক্রিয়াটা মেনে চলার চেষ্টা করতেছি। বাকিটা সময় বলে দেবে। আমার পারফরম্যান্স বলে দেবে সব কিছু।’

অনুর্ধ্ব-১৯ দলের জার্সিতে দ্বীপরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ সফরের সুযোগ হয়েছিল মুনিমের। তবে এবারের সফরের প্রেক্ষাপটটা সম্পূর্ণই ভিন্ন। তবুও পূর্বের অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। পাশাপাশি দলের পরিস্থিতি অনুযায়ী নিজেকে নিংড়ে দেয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন এই ক্রিকেটার।

মুনিম আরো বলেন, ‘অবশ্যই আমি রোমাঞ্চিত । কিন্তু আমি ওয়েস্ট ইন্ডিজ এর আগেও গিয়েছিলাম অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। মোটামুটিভাবে আমার কিছুটা ধারণা আছে, ওয়েদার কন্ডিশন ও উইকেট সম্পর্কে। টিমের পরিস্থিতি অনুযায়ী যেটা দরকার ওটা খেলার চেষ্টা করবো। টিম ম্যানেজম্যান্ট থেকে যে ব্যাপারটা বলা হবে ওটা করবো।’

 

আরো আজকের ট্রেন্ডিং

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...

SA20 2023-এর সেরা ৫ বোলার: ইয়র্কার থেকে হ্যাটট্রিকের গল্প

SA20 2023-এর প্রথম আসর উপহার দিয়েছে শ্বাসরুদ্ধকর ম্যাচ, রোমাঞ্চকর ক্রিকেট এবং অনেক তারকা-খচিত পারফরম্যান্স। ব্যাটসম্যানরা ঝড়ো ব্যাটিং দিয়ে শিরোনাম দখল করলেও, প্রতিযোগিতার প্রকৃত নায়ক ছিলেন বোলাররা। তাঁদের নিখুঁত দক্ষতা, কৌশল...

বিপিএল ২০২৫: ফরচুন বরিশাল কি শিরোপা ধরে রাখতে পারবে?

সময় যত যাচ্ছে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) বিপিএল ২০২৫ নিয়ে উচ্ছ্বাস বাড়ছে। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, ফরচুন বরিশাল কি তাদের শিরোপা সফলভাবে ধরে রাখতে পারবে কি না? বিপিএল ২০২৪ -এ...

SA20 2023-এর সেরা ৫ ব্যাটসম্যান: ব্যাট হাতে গেম-চেঞ্জাররা

SA20 2023-এর সেরা ৫ ব্যাটসম্যান ব্যাট হাতে গেম-চেঞ্জাররা! SA20 2023-এর উদ্বোধনী আসরটি ক্রিকেটের এক দারুণ উৎসব ছিল, যেখানে উত্তেজনাপূর্ণ ম্যাচ, অসাধারণ পারফরম্যান্স এবং রুদ্ধশ্বাস মুহূর্তে ভরপুর ছিল। এই প্রতিযোগিতার অসংখ্য...