দেশের ঘরোয়া ক্রিকেটের মেগা আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সর্বশেষ আসর থেকেই উত্থান ঘটে টাইগারদের বিধ্বংসী ওপেনার মুনিম শাহরিয়ার। জায়গায় দাঁড়িয়ে বড় বড় বাউন্ডারি হাঁকানোর ঘটনা বেশিরভাগ সময় ক্যারিবিনদেরই দেখা যায়। সেদিক বিবেচনায় বড় বড় বাউন্ডারি হাঁকিয়ে রীতিমতো হইচই ফেলে দেন মুনিম।
ফলস্বরূপ টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য জাতীয় দলে ডাক পড়ে তার। আফগানিস্তান সিরিজের পর এবার আছেন উইন্ডিজ সিরিজের স্কোয়াডেও। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের ফলস্বরূপ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন এনামুল হক বিজয়ও।
বিজয় এবং মুনিম দু’জনেই খেলেন ওপেনিং পজিশনে। দু’জনেই এই পজিশনে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তাই উইন্ডিজদের বিপক্ষে লিটন দাসের সঙ্গী হিসেবে কাকে নামানো হবে সেটা বেশ দ্বিধাদ্বন্দেই পড়তে হবে টিম ম্যানেজমেন্টকে। এমন অবস্থায় মুনিম নিজে কি ভাবছেন?
বিজয়কে কি নিজের প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কে আছেন, ওটাতো আমি জানি না। আমি শুধু জানি, আমার নিজের যদি সুযোগ আসে তাহলে কাজে লাগানোর চেষ্টা করবো। আমি শুধু আমার প্রক্রিয়াটা মেনে চলার চেষ্টা করতেছি। বাকিটা সময় বলে দেবে। আমার পারফরম্যান্স বলে দেবে সব কিছু।’
অনুর্ধ্ব-১৯ দলের জার্সিতে দ্বীপরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ সফরের সুযোগ হয়েছিল মুনিমের। তবে এবারের সফরের প্রেক্ষাপটটা সম্পূর্ণই ভিন্ন। তবুও পূর্বের অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। পাশাপাশি দলের পরিস্থিতি অনুযায়ী নিজেকে নিংড়ে দেয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন এই ক্রিকেটার।
মুনিম আরো বলেন, ‘অবশ্যই আমি রোমাঞ্চিত । কিন্তু আমি ওয়েস্ট ইন্ডিজ এর আগেও গিয়েছিলাম অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। মোটামুটিভাবে আমার কিছুটা ধারণা আছে, ওয়েদার কন্ডিশন ও উইকেট সম্পর্কে। টিমের পরিস্থিতি অনুযায়ী যেটা দরকার ওটা খেলার চেষ্টা করবো। টিম ম্যানেজম্যান্ট থেকে যে ব্যাপারটা বলা হবে ওটা করবো।’