BJ Sports – Cricket Prediction, Live Score

বায়ো-বাবলের অবসাদের কারণে আইপিএল ২০২১ এর বাকি ম্যাচগুলো থেকে সরে দাঁড়ালেন ক্রিস গেইল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর আগে নিজেকে সতেজ রাখার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২১ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পাঞ্জাব কিংসের ব্যাটার ক্রিস গেইল। এক বিবৃতির মাধ্যমে এ খবর ঘোষণা করেছে পাঞ্জাব কিংস।

এক বিবৃতিতে গেইল বলেছেন, গত কয়েক মাস ধরে তিনি ওয়েস্ট ইন্ডিজ, সিপিএল ও আইপিএলের বায়ো বাবলের মধ্যে রয়েছে। এখন তিনি মানসিকভাবে নিজেকে সতেজ ও পুনরায় চাঙা করতে চান। সে এখন ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জেতানোর দিকে মনোযোগ দিতে চায়। 

তিনি আরও বলেন যে, তিনি কিছুদিনের বিরতির জন্য দুবাইতে যেতে চান। তাঁর অনুরোধে ছুটি দেয়ার জন্য তিনি ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানিয়েছেন এবং আসন্ন ম্যাচগুলোর জন্য তিনি দলকে শুভকামনা জানিয়েছেন।

অন্যদিকে কিংস এর প্রধান কোচ অনিল কুম্বলে বলেছেন, তিনি গেইলের বিপক্ষে খেলেছেন এবং পাঞ্জাব কিংসে তাকে সে কোচিংও করিয়েছেন। বছরের পর বছর ধরে তিনি গেইলকে চেনেন, সে সবসময়ই পেশাদার ছিলেন এবং তাঁর টি20 বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেয়ার সিদ্ধান্তকে তাদের ফ্র্যাঞ্চাইজি সম্মান করেন।

চলতি বছর এখন পর্যন্ত চার দলের (ওয়েস্ট ইন্ডিজ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং পাঞ্জাব কিংস) হয়ে ৩৭টি টি২০ ম্যাচ খেলেছেন দ্য ইউনিভার্স বস ক্রিস গেইল। তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাত্র ছয়জন ক্রিকেটার। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্বে পাঞ্জাবের তিন ম্যাচের মধ্যে দুইটিতে খেলেছেন ৪২ বছর বয়সী গেইল।

টি20 বিশ্বকাপ ২০২১ এ খেলার জন্য আগামী ১৭ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে সঙ্গে যোগ দেবেন গেইল। আগামী ২৩ অক্টোবর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে।

আইপিএল ২০২১ এর সকল সাম্প্রতিক খবরের জন্য, Baji –র সাথেই থাকুন!

Exit mobile version