বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খানের বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরপর থেকেই দেশের ক্রিকেটে এই নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।
নিহত গৃহকর্মীর নাম সাহিদা আক্তার। বয়স ২২ – ২৫ বছর। তিনি গত ১৪ বছর ধরে আকরাম খানের বাসায় কাজ করতেন। চট্টগ্রামের সীতাকুন্ডের বাসিন্দা সাহিদা।
এ ঘটনায় সাহিদার ভাই ইউসুফ আলী বাদি হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে ঘটনার সময় বাসায় ছিলেননা আকরাম খানের স্ত্রী ও তার মেয়ে। পরে বাসায় ফিরে সাহিদাকে না পেয়ে খুঁজতে শুরু করেন। তখন দুই ভবনের মাঝে পড়ে থাকতে দেখেন সাহিদাকে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ছয় তলার ছাদ থেকে নিচে পড়ে মারা যান সাহিদা।
এদিকে আকরাম খান সাংবাদিকদের বলেন ” সাহিদা তার বাসায় ১৪ বছর ধরে কাজ করছে।ঘটনার দিন তার স্ত্রী ও মেয়ে বাইরে গিয়েছিল। বাসায় খেলা দেখছিলেন তিনি৷ বাসায় গৃহকর্মী আছে চারজন। তার স্ত্রী ও মেয়ে ফেরার পর একজনকে খুজে পাচ্ছিলেন না। অনেক খোঁজার পর দেখা যায় সাহিদা ঐখানে পড়ে আছে৷ সঙ্গে সঙ্গে তিনি ঘটনাটি পুলিশকে জানান।
তবে এটা হত্যা কিনা এখনো জানা যায়নি। মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ জসীম উদ্দীন বলেন,”এটা হত্যা নাকি আত্মহত্যা আইনি প্রক্রিয়ার শেষে জানা যাবে।”