ক্রিকেটের অনেক বড় বড় অর্জন আছে বাবর আজমের ঝুলিতে। ক্যারিয়ারের শুরু থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ পারফরম্যান্সে খুব তাড়াতাড়িই নজরে আসেন বাবর। ক্রিকেটের তিন ফরম্যাটেই পেয়ে যান পাকিস্তানের অধিনায়কত্ব। পাকিস্তানের এই অধিনায়ক ধারাবাহিক ক্রিকেট খেলে অনেক নজির গড়লেও এবার লজ্জার এক রেকর্ড গড়লেন তিনি।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ওয়ানডে ম্যাচে স্টাম্পড হয়ে বিরল এক নজির গড়েছেন বাবর। দারুণ ছন্দে থাকা এই পাকিস্তানি অধিনায়ক এই প্রথম পুরো সিরিজের সব ম্যাচে স্টাম্পড হলেন। আর ওয়ানডেতে ব্যাটসম্যান হিসেবে পুরো সিরিজের সব ম্যাচে স্টাম্পড আউট হয়ে ওয়াসিম আকরাম এবং নাসের হুসেইনের পাশে বসলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সদ্য সমাপ্ত হওয়া ওয়ানডে সিরিজে বাবর এই বাজে নজির গড়েন। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিটিতেই তিনি স্টাম্পড আউট হন।
নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে খুব বাজে ভাবে আউট হন বাবর। মাইকেল ব্রেসওয়েলের অফ স্টাম্পের বাইরে পড়া বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে যান বাবর। কিন্তু তিনি ক্রিজের এতটাই বাইরে চলে আসেন যে টম লাথাম খুব দ্রুত বল স্টাম্পে লাগিয়ে দেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও দেখা যায় একইভাবে আউট হয়েছেন তিনি। প্রথম ম্যাচে গ্লেন ফিলিপস এবং দ্বিতীয় ম্যাচে ইস সোধির লেগ স্পিনেও স্টাম্পড আউট হন তিনি ।
বাবর আজম এ পর্যন্ত ওয়ানডে ম্যাচ খেলেছেন ৯৫ টি। এর আগে মাত্র একটি ম্যাচে স্টাম্পড আউট হয়েছিলেন তিনি। ওয়ানডেতে এক সিরিজে তিনবার স্টাম্পড আউট হওয়ার ঘটনা আছে আরও তিনটি। ১৯৯৬ সালে তারই স্বদেশী ওয়াসিম আকরাম অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনবার স্টাম্পড আউট হয়েছিলেন। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডকে নিয়ে হওয়া ওই সিরিজে এভাবে আউট হন নাসের হুসেইন।
এরপর ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে তিনবার মুরলিধরনের বলে স্টাম্পড হন জিম্বাবুয়ের স্টুয়ার্ট মাতসিকেনেরি। কিন্তু বাবর আজমই একমাত্র ব্যাটসম্যান যিনি সব দিক থেকে উপরের ব্যক্তিদের ছাড়িয়ে গেছেন। তিন ম্যাচের সিরিজে তিনবার তিনি ভিন্ন ভিন্ন বোলারদের দ্বারা আউট হয়েছেন ।
সম্প্রতি ঘরের মাঠে সিরিজ জিততে না পারায় সমর্থকদের কাঠগড়ায় বাবর আজম। পাকিস্তানের এমন পারফরম্যান্সের দায় এসে পড়েছে বাবর আজমের উপর। তাই তার অধিনায়কত্ব নিয়েও উঠছে প্রশ্ন। ইতোমধ্যেই সংবাদ সূত্রে জানা যায়, টেস্ট অধিনায়কত্ব থেকে বাদ পড়তে যাচ্ছেন বাবর আজম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি তার পরিবর্তে শান মাসুদকে টেস্টে অধিনায়ক হিসেবে চাইছেন।