BJ Sports – Cricket Prediction, Live Score

বাবরের শ্রেষ্ঠত্ব কেড়ে নিলেন রিজওয়ান

বাবরের শ্রেষ্ঠত্ব কেড়ে নিলেন রিজওয়ান

বাবরের শ্রেষ্ঠত্ব কেড়ে নিলেন রিজওয়ান

চলমান এশিয়া কাপের শুরু থেকেই হাসছে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট। এখন পর্যন্ত পাকিস্তানের সবগুলো জয়ে ব্যাট হাতে সামনে থেকে দলের হাল ধরেছেন তিনি। এবার ধারাবাহিক সেই পারফরম্যান্সের সুফলও পেলেন তিনি। সর্বশেষ প্রকাশিত আইসিসি টিটোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠে এলেন রিজওয়ান।

আর এই অর্জনে সতীর্থ বাবর আজমকে ছাড়িয়ে গেলেন তিনি। রিজওয়ানের শীর্ষস্থান দখলের ফলে, ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন বাবর। যে এশিয়া কাপের পারফরম্যান্সে রিজওয়ান শীর্ষে উঠেছেন, সেই এশিয়া কাপেই বাজে পারফরম্যান্সের কারণে শীর্ষস্থান হারালেন পাকিস্তানি অধিনায়ক।

এদিকে আইসিসি প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮১৫! তারই সুবাদে পাকিস্তানের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টিটোয়েন্টিতে এক নম্বর ব্যাটসম্যান হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন এই উইকেটরক্ষক। অপরদিকে রিজওয়ানের কাছে শ্রেষ্ঠত্ব হারানো বাবরের বর্তমান রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৯৪।

উল্লেখ্য, এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত ম্যাচ খেলে রিজওয়ানের ব্যাট থেকে এসেছে মোট ২১২ রান। নিজেদের প্রথম ম্যাচে কাছে গিয়েও অর্ধশতক ছুঁতে পারেননি তিনি। তবে পরের দুই ম্যাচে হংকং এবং ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে ৭৮ এবং ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এই ওপেনার।

এদিকে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান পেস তারকা জশ হ্যাজেলউড। রিজওয়ান তার শীর্ষস্থান কতদিন ধরে রাখতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

Exit mobile version