BJ Sports – Cricket Prediction, Live Score

বাংলাদেশ সিরিজের জন্য শ্রীলংকার দল ঘোষণা

Sri Lanka Team

Sri Lanka Team

চলতি মাসের ৮ তারিখ বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট ম্যাচ খেলবে লংকানরা। সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। করোনা পরিস্থিতি মাথায় রেখেই ১৮ জনের দল নিয়ে আসছে তারা।

এর আগে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল এসএলসি। যে দলের অধিনায়ক করা হয় দিমুথ করুনারত্নেকে। সেই স্কোয়াডে জায়গা হয়নি কামিন্দু মেন্ডিসের। শ্রীলংকার ঘরোয়া ক্রিকেট চারদিনের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের জায়গা না পাওয়াটা ছিল বিস্ময়। তবে শেষ পর্যন্ত ১৮ সদস্যের চূড়ান্ত দলে ঠাই মিলেছে তার।

অন্যদিকে চূড়ান্ত দল থেকে বাদ দেওয়া হয়েছে প্রাথমিক দলে থাকা রোশেন সিলভাকে। কারণ, বাংলাদেশ সফরে আসতে অনাগ্রহ প্রকাশ করেছেন রোশেন। আর তাতেই কপাল খুলেছে মেন্ডিসের। বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়েছেন আরো দুই তারকা ক্রিকেটার। সর্বশেষ ভারত সফরেও খেলা লাহিরু থিরিমান্নে এবং চারিথ আসালাঙ্কার জায়গা হয়নি স্কোয়াডে।

এদিকে বাংলাদেশ সফরে এসে সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলংকা। বিকেএসপি’তে দুই দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ ও ১২ মে। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। ২৩ মে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে হোম অব ক্রিকেট মিরপুরে মুখোমুখি হবে দুদল।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার টেস্ট দল:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিল মিশারা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, সুনিন্দা লক্ষণ, আসিথা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, প্রবীণ জয়াউইকরামা ও লাসিথ এম্বুলদেনিয়া।

Exit mobile version