বাংলাদেশ সফরে আসার আগে বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ডান হাঁটুর চোটের কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। চোট পেয়েছিলেন আগেই। তা সামলেই ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজটিতে খেলেছিলেন তিনি। কিন্তু চোটের তীব্রতা বেড়ে যাওয়ায় চলতি ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না অসি অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজ থেকে রোববারই নিজ দেশে ফিরে যাবেন ফিঞ্চ। দেশে ফিরে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনের পর হাঁটুর সার্জারিও লাগতে পারে তার। এর আগে অবশ্য দীর্ঘ যাত্রার ধকলও সইতে হবে তাকে। রবিবার রওনা হয়ে লন্ডন ও দোহা হয়ে ম্যারাথন ভ্রমণ শেষে মেলবোর্নে পৌঁছবেন ফিঞ্চ।
এরপর হাঁটুতে সার্জারি করাতে হলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ নিয়েও শঙ্কায় পড়ে যাবেন অসি অধিনায়ক। যদিও টিম মেডিকেল স্টাফরা আশাবাদী, সার্জারিও লাগলেও আগামী অক্টোবরের আগেই দলকে নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে ৩৪ বছর বয়সী এ টপঅর্ডার ব্যাটসম্যান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিঞ্চের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার দলের অধিনায়কত্ব করছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। তবে বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বভার পড়তে পারে আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের কাঁধে।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের কঠোর করোনাবিধির পাশাপাশি ভ্রমণজনিত নানান জটিলতার কারণে ফিঞ্চের কোনো বদলি খেলোয়াড় পাঠাবে না দেশটি। এমনিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুজন রিজার্ভ খেলোয়াড় নাথান এলিস ও তানভীর সাংঘা আছেন। কিন্তু তারা দুজনই বোলার।
তবে ফিঞ্চের অনুপস্থিতিতে বাংলাদেশ সফরে টপঅর্ডারে সুযোগ পেতে পারেন ওয়েড। পাশাপাশি ওপেনার জশ ফিলিপও আরও একটি সিরিজে সুযোগ পাবেন নিজের সামর্থ্য প্রমাণের।
আগামী ২৯ জুলাই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সিরিজের পাঁচটি ম্যাচই একই ভেন্যুতে (শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর) আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হবে।
ক্রিকেটের সকল নতুন খবরের জন্য Baji -র সাথেই থাকুন!