BJ Sports – Cricket Prediction, Live Score

বাংলাদেশ সফরে আসছেন আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে

Greg Berkeley

Greg Berkeley

নির্দিষ্ট কোন কারণ ছাড়াই আজ বাংলাদেশ সফরে আসছেন ক্রিকেটের সর্ব্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল- আইসিসির সভাপতি গ্রেগ বার্কলে। তার এবারের বাংলাদেশ সফরে নেই নির্দিষ্ট কোন সূচিও। সফরে বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নগুলো অবলোকন করবেন গ্রেগ। পাশাপাশি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি দেখারও কথা রয়েছে তার।

সাংবাদিকদের সাথে কথা বলার প্রাক্কালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, নির্দিষ্ট কোন কারণ নেই তবে তার সাথে বেশ কিছু ব্যাপারে আলাপ আলোচনা করবে বোর্ড। তিনি বলেন, ‘কোনো কারণ নাই (এই সফরের)। একদিনের জন্য আসবেন, থাকবেন, এখানে চাওয়া-পাওয়ার কিছু নেই। এটা সৌজন্যমূলক সফর।কিছু অবকাঠামো হয়তো দেখবেন, শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে সফর আছে (পূর্বাচলে নির্মানাধীন), ওটা দেখবেন। কিছু আলাপ-আলোচনা হবে। উনার সঙ্গে একটি ডিনার আছে আমাদের। ২৩ তারিখ উনি খেলা দেখবেন, প্রথম এক ঘণ্টা বা এরকম।’

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বার্কলের আগমনের ব্যাপারে বলেন ” আইসিসি প্রধান বাংলাদেশে এসে আইপিএল ফাইনাল দেখতে ভারত যাবেন। এর আগে বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছেন। আমরাও তাকে স্বাগত জানিয়েছে। কোনো এজেন্ডা নিয়ে উনি আসছেন না। দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি মাঠে বসে দেখতে চান। একেবারেই ফরম্যাল সফর তার। নির্দিষ্ট কোনো কারণ নেই। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।’

মূলত, ক্রিকেটের জনপ্রিয় ফ্র‍্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দেখতে ভারতে যাবেন আইসিসি সভাপতি। তার পূর্বেই একদিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ ঘুরে যাচ্ছেন তিনি। ২০২০ সালে আইসিসির সভাপতি পদ ছেড়ে দেন ভারতের শশাঙ্ক মনোহর। এরপর অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পান সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা। এরপর পেশায় আইনজীবি বার্কলে আইসিসির সভাপতি হিসেবে যোগ দেন। চলতি বছরের নভেম্বরেই শেষ হচ্ছে তার মেয়াদ। এর আগে ২০১২ সাল থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্ব ছিলেন বার্কলে।

Exit mobile version