Skip to main content

বাংলাদেশ সফরে আসছেন আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে

Greg Berkeley

Greg Berkeley

নির্দিষ্ট কোন কারণ ছাড়াই আজ বাংলাদেশ সফরে আসছেন ক্রিকেটের সর্ব্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল- আইসিসির সভাপতি গ্রেগ বার্কলে। তার এবারের বাংলাদেশ সফরে নেই নির্দিষ্ট কোন সূচিও। সফরে বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নগুলো অবলোকন করবেন গ্রেগ। পাশাপাশি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি দেখারও কথা রয়েছে তার।

সাংবাদিকদের সাথে কথা বলার প্রাক্কালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, নির্দিষ্ট কোন কারণ নেই তবে তার সাথে বেশ কিছু ব্যাপারে আলাপ আলোচনা করবে বোর্ড। তিনি বলেন, ‘কোনো কারণ নাই (এই সফরের)। একদিনের জন্য আসবেন, থাকবেন, এখানে চাওয়া-পাওয়ার কিছু নেই। এটা সৌজন্যমূলক সফর।কিছু অবকাঠামো হয়তো দেখবেন, শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে সফর আছে (পূর্বাচলে নির্মানাধীন), ওটা দেখবেন। কিছু আলাপ-আলোচনা হবে। উনার সঙ্গে একটি ডিনার আছে আমাদের। ২৩ তারিখ উনি খেলা দেখবেন, প্রথম এক ঘণ্টা বা এরকম।’

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বার্কলের আগমনের ব্যাপারে বলেন ” আইসিসি প্রধান বাংলাদেশে এসে আইপিএল ফাইনাল দেখতে ভারত যাবেন। এর আগে বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছেন। আমরাও তাকে স্বাগত জানিয়েছে। কোনো এজেন্ডা নিয়ে উনি আসছেন না। দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি মাঠে বসে দেখতে চান। একেবারেই ফরম্যাল সফর তার। নির্দিষ্ট কোনো কারণ নেই। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।’

মূলত, ক্রিকেটের জনপ্রিয় ফ্র‍্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দেখতে ভারতে যাবেন আইসিসি সভাপতি। তার পূর্বেই একদিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ ঘুরে যাচ্ছেন তিনি। ২০২০ সালে আইসিসির সভাপতি পদ ছেড়ে দেন ভারতের শশাঙ্ক মনোহর। এরপর অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পান সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা। এরপর পেশায় আইনজীবি বার্কলে আইসিসির সভাপতি হিসেবে যোগ দেন। চলতি বছরের নভেম্বরেই শেষ হচ্ছে তার মেয়াদ। এর আগে ২০১২ সাল থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্ব ছিলেন বার্কলে।

আরো আজকের ট্রেন্ডিং

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ইতিহাসে সেরা পাঁচ উইকেট-শিকারী: ঐতিহাসিক পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১২ সালে শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি লিগটি স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিভাবান খেলোয়াড়দের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি...

বিবিএল ২০২৪-২৫-এ সেরা বোলিং স্পেল: পেসার বনাম স্পিনাররা

বিগ ব্যাশ লিগ (বিবিএল) রোমাঞ্চকর ক্রিকেটিং অ্যাকশন নিয়ে আসে এবং বোলাররা প্রায়শই খেলা পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয়। ব্যাটাররা যখন লাইমলাইট দখল করে, বোলাররা ম্যাচের ফলাফল নির্ধারণ করে। পেসার এবং স্পিনারদের...

পরিবেশবান্ধব হচ্ছে ক্রিকেট: বিপিএল ২০২৫ এর স্থায়িত্ব উদ্যোগ প্রকাশিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট মঞ্চ হিসেবে পরিচিত, যেখানে সেরা খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভক্তদের রোমাঞ্চিত করে। কিন্তু যখন বিশ্ব আরও স্থায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন...

বিবিএল ২০২৪-২৫ সিজন ওপেনার: প্রথম কয়েকটি ম্যাচ থেকে কী আশা করা যায়?

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৪-২৫ তার ১৪ তম মরসুমে ফিরে এসেছে, উত্তেজনাপূর্ণ ক্রিকেট অ্যাকশনের প্রতিশ্রুতি দিয়ে। পার্থের দর্শনীয় অপটাস স্টেডিয়ামে মেলবোর্ন স্টারদের সাথে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পার্থ স্কোর্চার্সের সাথে ১৫ ডিসেম্বর,...