BJ Sports – Cricket Prediction, Live Score

বাংলাদেশ যে কোন মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে: রশিদ খান 

Rashid Khan

রশিদ খান 

এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশআফগানিস্তান। আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উইকেটে হারালেও আজ শুরু হচ্ছে টিম বাংলাদেশের এশিয়া কাপ পর্ব। ম্যাচের পূর্বে সংবাদ সম্মেলনে আসেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। সেখানে বাংলাদেশ নিয়ে শ্রীলঙ্কার অধিনায়কের বিস্ফোরক বক্তব্যের ব্যাপারে কথাও বলেন এই স্পিনার। 

আফগানদের কাছে প্রথম ম্যাচে উইকেটে হারার পর শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেনআফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। অন্য দিকে বাংলাদেশের বোলিং আক্রমণে, মুস্তাফিজুর রহমান খুব ভালো বোলার। সাকিব আল হাসান বিশ্বমানের। এর বাইরে তাদের দলে বিশ্বমানের কোন বোলার নেই। আফগানিস্তানের তুলনায় বাংলাদেশ ম্যাচ অনেক বেশি সহজ হবে।

শানাকার বক্তব্য ক্রিকেটপাড়ায় সমালোচনার ঝড় ওঠে।এই ব্যাপারে সাংবাদিকরা রশিদ খানের মতামত জানতে চাইলে তিনি বলেন,” আমরা কখনই আমাদের প্রতিপক্ষকে সহজ কিংবা শক্ত দল ভাবি না। আর বাংলাদেশ কেমন দল তা আমরা জানি। তারা যে কোন সময় মোড় ঘুরিয়ে দিতে প্রস্তুত থাকে।

লংকানদের সাথে প্রথম ম্যাচ জিতে এখন অনেকটাই ফুরফুরে মেজাজে আফগানরা। এশিয়ার নতুন ক্রিকেট শক্তি হিসেবে উঠে আসছে নবীর দল। অন্যদিকে সর্বশেষ এশিয়া কাপের রানার্সআপ দল বাংলাদেশ। এবার সাকিবের নেতৃত্বেই ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশ দলের।বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত টায়।

Exit mobile version