বিশ্বকাপের আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত যায় বাংলাদেশ। দুর্বল প্রতিপক্ষ আরব আমিরাতকে হারিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। যদিও ক্রিকেটজগৎ থেকে পিছিয়ে থাকা আমিরাতের বিপক্ষে জয় আনতে বেশ খানিকটা ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশকে। তবে বাংলাদেশ দল উন্নতি করছে বলে দাবি করেছেন টিম বাংলাদেশের ট্যাকনিকাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।
সিরিজের প্রথম ম্যাচটি জিততে বেশ বেগ পেতে হয়েছে সোহান বাহিনীকে। কোনরকমে ৭ রানের ব্যবধানে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটিতে বোলিং পারফরম্যান্স ভালো হলেও ব্যাটিংয়ে দুর্বলতা ছিল।
সিরিজ শেষে দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন শ্রীধরন শ্রীরাম। তিনি বলেন,” আমি তাদের উন্নতি করতে বলেছিলাম, সেটা তারা করে দেখিয়েছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য ছেলেদের অবশ্যই ক্রেডিট দিতে হবে। আমরা আমাদের পেস বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে চেয়েছি।সামনের এই থিম ধরেই আমরা এগোব।”
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এ বিষয়ে শ্রীরাম বলেন,” নিউজিল্যান্ডে একটা ত্রিদেশীয় সিরিজ আছে, সেটা ছেলেদের জন্য ভিন্ন চ্যালেঞ্জ হতে পারে।”