Skip to main content

বাংলাদেশে এসে অতীত স্মৃতি রোমন্থন করলেন সৌরভ

বাংলাদেশে এসে অতীত স্মৃতি রোমন্থন করলেন সৌরভ

ভারতের একটি ব্যাংকের অনুষ্ঠানের জন্য  ঢাকায় এসেছেন সৌরভ গাঙ্গুলি। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন কলকাতার  মহারাজ। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের সঙ্গে তার সম্পর্ক যে ওতোপ্রোতভাবে জড়িত তা আর বলার অপেক্ষা রাখে না। অনুষ্ঠানে যোগ দিয়ে তাই সৌরভের কন্ঠেও ফুটে উঠল সেই স্মৃতি বিজড়িত দিনগুলোর কথা। ঢাকায় পা রেখেই অতীত স্মৃতি রোমন্থন করলেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক এবং বিসিসিআই এর সাবেক সভাপতি। 

দীর্ঘ ২২ বছর আগের কথা। বাংলাদেশভারত ঐতিহাসিক সেই টেস্ট ম্যাচের কথা ক্রিকেট প্রেমিদের ভোলার কথা নয়। ভারতের অধিনায়ক হিসেবে সেটিই ছিল সৌরভের প্রথম টেস্ট। আবার বাংলাদেশেরও সেটি ছিল অভিষেক টেস্ট। এত দিন পরে এসেও তাই সেই দিনের কথা ভুলতে পারছেননা সৌরভ। মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসে মাইক্রোফোন হাতে সৌরভও স্মরণ করলেন সেই সময়ের কথা। 

সৌরভ  বলেন, ” বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আমার সম্পর্ক অন্যরকমের। এই দেশের ক্রিকেট ইতিহাসের সঙ্গে আমার নাম সব সময় জড়িয়ে থাকবে। এখানে আমার অনেক স্মৃতি আছে। আমার প্রথম টেস্ট অধিনায়কত্ব বাংলাদেশে। আর বাংলাদেশেরও ওটা ছিল প্রথম টেস্ট ম্যাচ। আমার এখনও মনে আছে, নতুন ক্রিকেট স্টেডিয়াম তখন হয়নি। সে সময় পুরোনো বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হয়েছিল। প্রথম ইনিংসে বাংলাদেশ লিড নিয়েছিল। ইনিংস শেষে ড্রেসিংরুমে ঢুকে আমার মনে হয়েছিল, আমার অধিনায়কত্বের প্রথম টেস্ট হেরে যাব! পরে অবশ্য আমরা টেস্টটা জিতে যাই। ” 

পাকিস্তানের বিপক্ষে ভারতের সেই স্মরণীয় ওয়ানডে জয়ের ঘটনাও নাড়া দেয় সৌরভকে। তিনি বলেন, ” পাকিস্তানের বিপক্ষের ম্যাচের কথা আমার এখনও মনে আছে। ইনডিপেনডেন্ট কাপের ফাইনালে ৩১৫ রানের টার্গেটে আমরা জিতি। সে সময়ে ৩১৫ রান মানে বিশাল ব্যাপার। আর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্ল্যাডলাইটে তখন এত আলো ছিল না। ফুটবলের আলোয় খেলা হয়েছিল আর শেষ পর্যন্ত পাকিস্তানকে হারিয়ে ম্যাচটা আমরাই জিতেছিলাম। ” 

বাংলাদেশের মানুষ যে ক্রিকেটকে ভালোবাসে সে কথা বুঝেছিলেন সৌরভও। তিনি বলেন, ” আমার যতদূর মনে পড়ে, বাংলাদেশে আমি প্রথম আসি ১৯৮৯ সালে। অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে এসেছিলাম তখন। আর সেই থেকেই এদেশের সঙ্গে আমার সম্পর্ক। এরপর সর্বশেষ এদেশে আশা হয় টিটোয়েন্টি বিশ্বকাপে। আর সেই বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে আমরা হেরে যাই। ” 

বাংলাদেশের মানুষের সঙ্গে সৌরভের সম্পর্ক অন্যরকম। ভারতের পশ্চিমবাংলার এই বাঙালি ক্রিকেটারের প্রতি বাংলাদেশের বাঙালিদের ভালোবাসাও কম নয়। এই প্রসঙ্গে  সৌরভ বলেন, ” বাংলাদেশে যতবার আসি ততবারই ভালো লাগে। এদেশের মানুষ অসাধারণ। ভালোবাসা পাই, ভালোবাসা মানে অকৃত্রিম ভালোবাসা। আর সবথেকে বেশি যেটা ভালো লাগে সেটা হলো যখনই খেলা হয় গ্যালারি থাকে পূর্ণ। খেলার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা যে কতটা এতেই বোঝা যায়। ” 

উল্লেখ্য মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠান আসার জন্য কোনো অর্থ নেননি ভারতের সাবেক অধিনায়ক এবং বিসিসিআইয়ের সাবেক প্রধান। মেয়র কাপের প্রশংসা করে সৌরভ বলেন, ” এত ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য মাননীয় মেয়রকে ধন্যবাদ জানাই। মাদক আসলে কোনো সমস্যার সমাধান না, সমাধান হলো খেলাধুলা করা। ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা খেলার সঙ্গে যুক্ত থাকো, লেখাপড়া করো, গানবাজনা করো। শিক্ষার সঙ্গে থাকো। মাদকমুক্ত সমাজ গড়তে এগুলোর বিকল্প নেই।এদিন অনুষ্ঠানে সৌরভকে  মেয়র কাপের শুভেচ্ছা দূত হিসেবে  ঘোষণা দেন আয়োজকরা।

আরো আজকের ট্রেন্ডিং

বিবিএল ২০২৪-২৫-এ সেরা বোলিং স্পেল: পেসার বনাম স্পিনাররা

বিগ ব্যাশ লিগ (বিবিএল) রোমাঞ্চকর ক্রিকেটিং অ্যাকশন নিয়ে আসে এবং বোলাররা প্রায়শই খেলা পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয়। ব্যাটাররা যখন লাইমলাইট দখল করে, বোলাররা ম্যাচের ফলাফল নির্ধারণ করে। পেসার এবং স্পিনারদের...

পরিবেশবান্ধব হচ্ছে ক্রিকেট: বিপিএল ২০২৫ এর স্থায়িত্ব উদ্যোগ প্রকাশিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট মঞ্চ হিসেবে পরিচিত, যেখানে সেরা খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভক্তদের রোমাঞ্চিত করে। কিন্তু যখন বিশ্ব আরও স্থায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন...

বিবিএল ২০২৪-২৫ সিজন ওপেনার: প্রথম কয়েকটি ম্যাচ থেকে কী আশা করা যায়?

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৪-২৫ তার ১৪ তম মরসুমে ফিরে এসেছে, উত্তেজনাপূর্ণ ক্রিকেট অ্যাকশনের প্রতিশ্রুতি দিয়ে। পার্থের দর্শনীয় অপটাস স্টেডিয়ামে মেলবোর্ন স্টারদের সাথে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পার্থ স্কোর্চার্সের সাথে ১৫ ডিসেম্বর,...

বিপিএল ২০২৫-এর প্রস্তুতি: পূর্ণাঙ্গ সময়সূচী এবং টাইটেল স্পনসরশিপ উন্মোচন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর জন্য উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে, কারণ বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীরা আরেকটি বিস্ফোরক টি২০ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। নতুন স্পনসর এবং ম্যাচের পূর্ণ সময়সূচীর সাথে এই আইকনিক...