BJ Sports – Cricket Prediction, Live Score

বাংলাদেশে অবস্থানরত আফগানিস্তান ক্রিকেট দলের স্কোয়াড সদস্যদের উপর কোভিড-19 হানা

বাংলাদেশ সফরে এসে কোভিড-19 পজিটিভ হয়েছেন আফগানিস্তান দলের আট ক্রিকেটার এবং দলের তিনজন সাপোর্ট স্টাফ। তবে ১১ জন কোভিড-19 পজিটিভ হওয়ার পরেও অবশ্য থেমে নেই আফগানদের অনুশীলন। দলের বাকি সদস্যরা গতকাল (মঙ্গলবার) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করছেন। 

বিসিবি ক্রিকেট অপারেশন প্রধান জালাল ইউনুস জানান, সফরকারীদের যেকোনো প্রয়োজনে ব্যবস্থা নেবে বিসিবি। তবে কোভিড-19 পজিটিভ শনাক্ত হওয়া কারও শরীরে তেমন কোনো উপসর্গ নেই।  

আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রায় ১০ দিন আগে গত ১২ই ফেব্রুয়ারি রাতে বাংলাদেশে চলে এসেছিল ২২ সদস্য বিশিষ্ট আফগানিস্তান ক্রিকেট দল। পরদিন সিলেটে পৌঁছে এক দিনের আইসোলেশনে থেকে অনুশীলনে নামেন আফগান দলের ক্রিকেটাররা। কিন্তু আইসোলেশনের পর কোভিড-19 টেস্টের ফলাফল হাতে পাওয়ার আগেই হোটেল ছেড়ে মাঠে গিয়েছিলেন সফরকারীরা। 

পূর্ব ঘোষিত সময়সূচী অনুসারে, আফগানদের সিলেটে এক সপ্তাহ অনুশীলন করার কথা রয়েছে এবং তারা ১৮ই ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। কন্ডিশনিং ক্যাম্প শেষে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের জন্য চট্টগ্রামে যাবে আফগানিস্তান ক্রিকেট দল। 

সেখানে প্রথম ওয়ানডে ম্যাচ ২৩শে ফেব্রুয়ারি এবং পরের দুই ম্যাচ যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সফরের টি-টোয়েন্টি ম্যাচ দুটি মিরপুরে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৩রা মার্চ এবং শেষ ম্যাচটি ৫ই মার্চ।

তবে সিলেটের কন্ডিশনিং ক্যাম্পে নেই তারকা লেগ স্পিনার রশিদ খান ও অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবী। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার পর ২০শে ফেব্রুয়ারি দলে যোগ দেওয়ার কথা রয়েছে রশিদ ও নবীর। বিপিএলে অংশ নেওয়া আফগান খেলোয়াড়রা টুর্নামেন্ট শেষ হওয়ার পর দলের সঙ্গে যোগ দিবে।

Exit mobile version