রাসেল ডমিঙ্গো বাংলাদেশের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন বেশকিছু দিন হয়ে গেল। তার বিদায়ের পর থেকে প্রধান কোচের খোঁজে তৎপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগারদের হেড মাস্টার হতে, বেশকিছু নামও জমা পড়ে বিসিবির কাছে। তবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এবং অন্যান্যরা চেয়েছেন, চন্ডিকা হাথুরুসিংহেকে ফিরিয়ে আনতে। কিন্তু দায়িত্ব নিতে রাজি হয়েও, শেষ পর্যন্ত বাংলাদেশে আসছেন না এই লংকান কোচ।
গেল কয়েকদিন ধরে টাইগার ক্রিকেটে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম ব্যাপার হলো, প্রধান কোচ হিসেবে হাথুরুসিংহের নিয়োগ। এ প্রসঙ্গে উভয় পক্ষের মধ্যে আলোচনাও হয়েছে বলে জানা যায়। বিসিবির প্রস্তাবে রাজি হয়ে, টাইগারদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন হাথুরুসিংহে। তবে বাকি ছিল কেবল চুক্তিপত্রে স্বাক্ষর করা, এবং বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া।
বিসিবি সূত্রে জানা গেছে, বিসিবির সাথে আলোচনার পাশাপাশি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেট একাডেমীর সাথেও আলোচনা চালিয়ে গেছেন হাথুরুসিংহে। । গুঞ্জন আছে এজন্য সেখানে সুযোগ সুবিধাও বাড়িয়ে নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ” হাতুরুসিংহে শেষমুহুর্তে এসে উল্টে গেছে । হঠাৎ বলেছেন, তিনি আসবেন না। তিনি সম্ভবত বর্তমানের চাকরিতে থাকতে চাচ্ছেন না। তার কথা দিয়েও না আসার রহস্য কি সেটা জানি না। “
এদিকে হাথুরুসিংহে শেষ পর্যন্ত না এলে এবং টিম বাংলাদেশের কোচ না হলে, বিকল্পের পথে পা বাড়াতে হবে বিসিবির। তবে দলের জন্য একজন প্রধান কোচ খুজে নিয়ে আসাও খুব একটা সহজ হবে না। সেক্ষেত্রে বিসিবির হাতে সহজ অপশন, শ্রীধরন শ্রীরাম। এই ভারতীয় কোচকে সাদা বলের প্রধান কোচ বানাতে পারে বাংলাদেশ। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
বিসিবির পক্ষ থেকে যদি শ্রীরামকে প্রস্তাব দেওয়া হয়, তার রাজি হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এর আগেও বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার। যদিও সেসময় কাজ করেছেন টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে। এবার যদি প্রধান কোচ হয়ে আসেন, তাহলে তার অধীনেই এবছর ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। তবে টিম বাংলাদেশের জন্য নির্ভরযোগ্য কাউকেই চাইছে বোর্ড।