বলের আঘাতে রমন লম্বা, ফিল হিউজরা পরলোকে পাড়ি জমিয়েছেন। এবার সেই মৃত্যুর তালিকাটা আরেকটু লম্বা হলো। বলের আঘাত এবার কেড়ে নিয়েছে ভারতের এক ক্রিকেটারকে।
ক্রিকেট এবং চোট, এই দুটি শব্দ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। বাইশ গজে ক্রিকেটারের আহত হওয়াটা, নিত্যদিনের খবর। তবে কখনো বলের আঘাত মৃত্যুও ডেকে আনে। এবার ঠিক তেমনই এক ঘটনা ঘটলো ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায়। বুকে বলের আঘাতেই প্রাণ হারালেন এক ক্রিকেটার।
হাবিব মন্ডল নামের বাংলার এই ক্রিকেটারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতের মিডিয়া। দিল্লিতে খেলতে গিয়ে ব্যাটিং করার সময় প্রতিপক্ষ বোলারের একটি বল এসে লাগে হাবিবের বুকের বাঁ পাশে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়েন হাবিব। দ্রুতই হাসপাতালে নেওয়া হয় হাবিবকে। তড়িঘড়ি করে শুরু হয় চিকিৎসাও। কিন্তু কিছুক্ষণ পরেই কর্তব্যরত চিকিৎসক জানান, হাবিবের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপাল থানার জয়ন্তীপুরের ছেলে হাবিব।
হাবিবের স্ত্রী নীলিমা মন্ডল জানান, ‘হাবিব সবসময় খেলতে পছন্দ করতো। সে বলতো, খেলতে গিয়ে প্রাণ গেলে যাক। খেলাই ওর প্রাণ কেড়ে নিল। হাবিবের পরিবারে বইছে শোকের মাতম। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সেই সাথে নিহতের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে।